যদিও এত কিছু নেই-এর মধ্যেও হাওড়ায় আয়োজিত হলো প্রথম ডিস্ট্রিক স্কেটিং চ্যাম্পিয়নশিপ। প্রায় ১৫০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচ বছর বয়স থেকে সিনিয়র লেভেল পর্যন্ত ইভেন্ট ছিল। প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও অভিভাবকরা।
আরও পড়ুন: সুন্দরবনকে বাঁচাতে হলে রক্ষা করতে হবে ম্যানগ্রোভকে, লক্ষ্য পূরণে শুরু কড়া নজরদারি
advertisement
কয়েক বছর আগে পর্যন্ত স্কেটিংয়ে সেভাবে আগ্রহ দেখা যেত না জেলায়। তবে বর্তমানে স্কুল স্পোর্টসের মধ্যে অন্যতম স্কেটিং। সন্তানদের স্কেটিং শেখাতে চাইছেন অভিভাবকরাও। হাওড়া জেলায় স্কেটিং প্রশিক্ষক আছেন। কিন্তু পরিকাঠামো ও প্র্যাকটিস গ্রাউন্ড একেবারেই নেই। ফলে প্রস্তুতিতে বেশ সমস্যা হচ্ছে।
এই পরিস্থিতিতে হাওড়া জেলার খেলোয়ারদের প্রশিক্ষণের জন্য যেতে হয় কলকাতায়। প্রশিক্ষকদের মতে, স্কেটিংয়ে হাওড়ার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। কিন্তু খেলোয়াড়দের প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি যাতায়াতের রাস্তায় প্র্যাকটিস করতে হচ্ছে। এই অবস্থায় জেলাজুড়ে স্কেটিং জনপ্রিয় হয়ে ওঠায় অন্তত একটি প্র্যাকটিস গ্রাউন্ডের দাবি জানানো হয়েছে প্রশিক্ষক ও খেলোয়ারদের পক্ষ থেকে।
রাকেশ মাইতি