এই ছবি অঙ্কনের পর স্থান পাবে ইতিহাসের পাতায়। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বট গাছের অনুকরণের ছবি দেখবে সারা বিশ্বের মানুষ। সেই উদ্দেশ্য নিয়ে ছবি আঁকার কাজ শুরু হয়েছিল। বর্তমান সময় থেকে ঠিক ১১-১২ বছর আগে। ছবি অঙ্কন শুরুতে কয়েক মাস অক্লান্ত পরিশমে তৈরি হয় প্রায় ৩০০ ফুট ছবি। তারপর দেখা দেয় অর্থনৈতিক সমস্যা।
advertisement
আরও পড়ুন ঃ হুগলি নদীতে জাহাজ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে গিয়ে ধাক্কা
ক্যানভাস কাপড়ে চারকোলের সাহায্যে ছবি অঙ্কন করা হবে। তারপর ছবি সুরক্ষিত রাখতে আঁকা কাপড়ের ওপর স্প্রে করা হবে। ৩০০ ফুট ক্যানভাস কাপড়ের উপর ছবি আঁকতে খরচ প্রায় ৩০ হাজার টাকা। চারকোলে ছবি আঁকা শেষে কাপড়ের ওপর স্প্রে। তবে স্প্রে করতেই বহু টাকা খরচ।
১০-১২ বছর ধরে বহু চেষ্টা করেও কোনভাবে পথ খুঁজে পাচ্ছেন না শিল্পী। ১৪৫০ ফুট লম্বা এবং চওড়া প্রায় ছয় থেকে সাত ফুটব কাপড়। খরচ প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। অর্থনৈতিক সমস্যায় থমকে পড়েছে শিল্পকর্ম। এ প্রসঙ্গে শিল্পী প্রণব নন্দি জানান, “বিশাল আকৃতির এই ছবি যা বিশ্ব রেকর্ড হবে। দেশের গর্ব এই বটগাছ। বট গাছের অনুকরণে ছবি। ফুটে উঠবে ১৪৫০ ফুট দীর্ঘ ক্যানভাস কাপড়ে।”
আরও পড়ুন ঃ শ্রাবণে ছন্দে বর্ষা! সারাদিন অবিরাম হালকা-মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণের জেলা
তারপর তিনি যোগ করেন, “সাদা কাপড়ের ওপর কালো চারকোল দিয়ে ছবি অঙ্কন। ছবি আঁকা সম্পূর্ণ হলে টিকিয়ে রাখতে তার উপর স্প্রে। সব মিলিয়ে বিপুল পরিমাণ খরচ। এই খরচ নিজের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। সরকারি বা বেসরকারি ভাবে কোনও সহযোগিতা পেলে পুনরায় ইতিহাস তৈরি করার কাজ শুরু হবে।” সেই আশাতেই দিন গুনছেন শিল্পী প্রণব নন্দি।
রাকেশ মাইতি