আরও পড়ুন: শিক্ষারত্ন পাচ্ছেন জেলার এক অধ্যক্ষ ও এক প্রধান শিক্ষক
বর্তমানে হাওড়ার উলুবেরিয়া থেকে গাদিয়াড়ার দিকে যেতে কয়েক কিলোমিটার রাস্তার দু’পাশে বহু গাছের গায়ে কালো কালি দিয়ে নম্বর লেখা থাকতে দেখা যাবে। এই গাছগুলোই রাস্তা সম্প্রসারণের জন্য কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একসাথে এতো পুরনো গাছ কেটে ফেললে পরিবেশের যে ভয়াবহ ক্ষতি হবে তা কারোর অজানা নয়। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।
advertisement
গাদিয়াড়া ক্রমশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। তাই রাস্তা সম্প্রসারণের প্রয়োজন পড়েছে। স্থানীয়রাও চান রাস্তা চওড়া করা হোক। কিন্তু পরিবেশকর্মীদের বক্তব্য, গাছগুলিকে বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ হোক। প্রতিবাদীরা জানিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করে গাছ কাটার বিরুদ্ধে তাঁরা প্রতিবাদের সুর আরও জোরালো করবেন। এই পরিস্থিতিতে উলুবেরিয়া থেকে গাদিয়াড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।
রাকেশ মাইতি