আরও পড়ুন: পদ্ম শিবিরে শোরগোল, বিজেপি রাজ্য অফিসে ‘ঘরছাড়া’ দিলীপ-রাহুল! বিস্ফোরক চিঠি নাড্ডাকে
জানা গিয়েছে মৃত ভ্যান চালকের বাড়ি নদিয়ায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধেয় গঙ্গাধরপুর থেকে রানিহাটি দিকে যাওয়ার পথে গঙ্গাধরপুর ঝাউতলা সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। একটি মাল বোঝাই ইঞ্জিন ভ্যানের পিছনে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি ইঞ্জিন ভ্যান। সামনে থাকা ইঞ্জিন ভ্যানের চালক ও খালাসি ছিটকে পড়েন নয়ানজুলিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই ইঞ্জিনভ্যানের চালক এবং খালাসিকে উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ইঞ্জিন ভ্যানের চালক শেখ সহরাবকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
গুরুতর আহত অবস্থায় ইঞ্জিন ভ্যানের খালাসির চিকিৎসা চলছে। এদিকে যে ইঞ্জিন ভ্যানটি ধাক্কা মেরেছিল তার চালক পালিয়ে যায়। গঙ্গাধরপুর থেকে রানিহাটি কয়েক কিলোমিটার রাস্তা সংস্কারের পর থেকে পর পর দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগেই এক বাইক আরোহীর মৃত্যু হয়। তারপর আবার এই দুর্ঘটনায় প্রাণহানী হল। স্বাভাবিকভাবে চিন্তিত স্থানীয়রা।
রাকেশ মাইতি






