স্থানীয় সূত্রে খবর শুক্রবার একটি তেলের ট্যাঙ্কার কলকাতা অভিমুখে যাওয়ার সময় জেলেপাড়া ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনে উল্টে যায়। এরপরই ট্যাঙ্কার থেকে তেল বের হতে শুরু হয়।
আরও পড়ুন: শীতে দিঘা নয় যান, হরিখালী! পিকনিক করতে গিয়ে শ্যুটিং দেখাও হয়ে যেতে পারে! জানুন
advertisement
আর এই ঘটনা সামনে আসতেই জাতীয় সড়কের আশেপাশের লোকেরা ঘর থেকে বিভিন্ন পাত্র নিয়ে বাইরে বেরিয়ে আসে। তেল সংগ্রহের জন্য। রীতিমতো মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তেল পড়ে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে, দুর্ঘটনা এড়াতে দমকল কর্মীরা জল দিয়ে রাস্তা ধুইয়ে দেয়। দুর্ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাকেশ মাইতি