আরও পড়ুন: বোনাস না দিয়ে পুজোর মুখে চা বাগান ছেড়ে চলে গেল মালিকরা! শূন্য চোখে বসে শ্রমিকরা
গ্রামীন হাওড়া তথা উলুবেড়িয়ার বেশ কয়েকটি পুজো মণ্ডপ এবার সকলকে চমকে দিতে পারে। তার মধ্যে অন্যতম বাউড়িয়া যুবগোষ্ঠীর মণ্ডপ। এবার তাদের ভাবনা বাংলার নতুন অলঙ্কার ধনধান্য অডিটোরিয়াম। উদ্যোক্তরা মনে করছেন, এবার ধনধান্য অডিটোরিয়ামের অনুকরণে মণ্ডপ তৈরি হওয়ায় তা আরও বেশি করে আকর্ষিত করবে দর্শকদের।
advertisement
এই মণ্ডপের বাইরে দর্শকরা দেখতে পাবেন ধনধান্য অডিটোরিয়ামের চালচিত্র। সেই সঙ্গে সমুদ্রমন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের অন্দরে বিষ্ণুর দশ অবতার ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে সনাতনী ভাবধারায় দেবী মূর্তি গড়ে উঠেছে। সমুদ্রমন্থনে সে সময়ে দেবীর আবির্ভাবে বিপদমুক্ত হয়েছিল দেবকুল। বর্তমান সময় সমাজকে বিপদ মুক্ত করতে মাতৃ আরাধনা এবং সেই আঙ্গিকেই দেবী মূর্তি তৈরি হয়েছে। দেবীর হাতে আছে অমৃত পাত্র। পুজো উদ্যোক্তারা জানান, গতবারের তুলনায় এবার পুজোর বাজেট কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবার প্রায় ৭০- ৭২ লক্ষ টাকা খরচ হচ্ছে পুজোয়।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023
রাকেশ মাইতি