Alipurduar News: বোনাস না দিয়ে পুজোর মুখে চা বাগান ছেড়ে চলে গেল মালিকরা! শূন্য চোখে বসে শ্রমিকরা
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজোর মুখে বোনাস না দিয়ে মুজনাই চা বাগান ছেড়ে চলে গেল মালিকের লোকজন! গোটা ঘটনায় রীতিমতো হতবাক ও হতাশ শ্রমিকরা
আলিপুরদুয়ার: পুজোর আনন্দ যেন ওদের জন্য নয়। সবাই যখন একটু একটু করে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠছে তখন শূন্য চোখে বসে মাদারিহাটের মুজনাই চা বাগানের শ্রমিকরা পুজোর। বোনাস হয়নি। আসলে শ্রমিকদের বোনাস দেওয়ার আগেই চা বাগান ছেড়ে চলে গিয়েছে মালিকপক্ষের লোকজন। ফলে চরম হতাশ শ্রমিকরা। পুজোর নতুন পোশাক কেনাকাটা থেকে একটু ভালো-মন্দ খাওয়া দাওয়া, কিছুই বোধহয় এবছর আর হবে না।
তবে শুধু মুজনাই চা বাগান নয়, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানও হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকদের অভিযোগ, পুজোর বোনাস যাতে দিতে না হয় সেই কারণেই পুজোর মুখে চা বাগান বন্ধ করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য চলতি বছর চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে একের পর এক বৈঠক হয়েছে। কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বাগান শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবি জানালেও মালিকপক্ষ কখনও ৮.৫, কখনও ১০ আবার কখনও ১৫ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না বলে জানায়।
advertisement
advertisement
বোনাস নিয়ে বিবাদ নিষ্পত্তি না হওয়ায় গত কদিন ধরে বিভিন্ন বাগানে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিকরা। তবে সেই সঙ্গে কাজও চলছিল। কিন্তু হঠাৎ করেই মুজনাই চা বাগান ছেড়ে সকল ম্যানেজার চলে যাওয়ায় হতভম্ব হয়ে পড়েছেন শ্রমিকরা। যদিও মালিকপক্ষ বাগান বন্ধের নোটিশ দেয়নি। এই চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাস চাইলেও মালিকপক্ষ ১০ শতাংশের বেশি দিতে রাজি ছিল না। গোটা পরিস্থিতিতে রীতিমত হতবাক হয়ে গিয়েছেন রুপালি মুন্ডা, বিশু মুন্ডারা। হতাশার সুরে রূপালি মুন্ডা নামে এক চা শ্রমিক বলেন, ‘উৎসব আমাদের জন্য নয়, আজীবন দুঃখটাই আমাদের প্রাপ্য। ন্যায়ের জন্য আমরা লড়াই করছিলাম, কিন্তু বোনাস না দিয়েই বাগান ছেড়ে চলে গেল মালিকরা।’
advertisement
দুর্গাপুজোর মুখে হঠাৎই মালিকদের বাগান ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে অসহায় শ্রমিকদের বাড়িতে উনুনে হাঁড়ি চড়ানোর মতো অবস্থা নেই। আর তাই শনিবার মুজনাই বাগানে ফ্যাক্টরির সামনেই শ্রমিকরা উনুন চাপিয়ে সকলের জন্য একসঙ্গে রান্না করে খাওয়াদাওয়া সারেন।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 4:03 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বোনাস না দিয়ে পুজোর মুখে চা বাগান ছেড়ে চলে গেল মালিকরা! শূন্য চোখে বসে শ্রমিকরা









