এবার পুজোয় পুরুষদের পছন্দের পাঞ্জাবি মানেই জামদানি। জামদানির এই পাঞ্জাবি রয়েছে বিভিন্ন কালার ও ডিজাইনে। তবে এর মধ্যে সবার উপর রয়েছে লাল সাদা জামদানির পাঞ্জাবি।
এখানে প্লেন এক রঙের সুতির পাঞ্জাবি ৩০০ টাকা। এরপর নানা ডিজাইনের উপর আলাদা দাম। সকলের নাগালের মধ্যে ৩০০ থেকে ২০০০ টাকা দামে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে পুজোর বাজারে।
advertisement
প্রতিবছর পুজোর তিন থেকে চার মাস আগে দারুণ চাপ থাকে পাঞ্জাবি তৈরির কাজে। বেচাকেনা শুরু হয় দেড় মাস আগে থেকে। হাওড়ার সাঁকরাইল ব্লকের শুলাটি গ্রামে প্রায় ৪০ বছর ধরে তপন বাবু পাঞ্জাবি তৈরি করছেন। কলকাতার পাইকারি বাজারে যেমন এই পাঞ্জাবির চাহিদা রয়েছে। তেমনই খুচরো বেচাকেনা হয়।
আরও পড়ুন: একদিকে নিম্নচাপ, অন্যদিকে বন্যার আশঙ্কা, পুজোর সময় ভয়াবহ অবস্থার ইঙ্গিত বাংলায়!
এ প্রসঙ্গে পাঞ্জাবি কারিগর তপন আদক জানান, প্রায় সমস্ত রকম পাঞ্জাবি তৈরি হয়। ৩০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি। ৪০ বছরের এই পাঞ্জাবি তৈরির কাজে যুক্ত থাকলেও, এই পাঁচ বছর দারুণ পাঞ্জাবির চাহিদা রয়েছে। পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বাড়ছে চাহিদা।নিত্যনতুন পোশাকের দেখে মানুষ ঢুকলেও পাঞ্জাবির প্রতি আলাদা কদর রয়েছে বাঙালির মনে। সেই দিক থেকে পাঞ্জাবিতেও নতুনত্ব খুঁজতে প্রতি বছর ভিড় জমে পাঞ্জাবির দোকানে।
রাকেশ মাইতি