হাওড়ার ডোমজুড় ব্লকের পশুপ্রেমী সংগঠন ' ফ্রেন্ডস অফ এনিম্যাল '। শুধু গলায় রিফ্লেকটিভ বেল্ট লাগিয়ে পথপুকুরদের নিরাপত্তা তা নয়, এর আগে পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া এবং প্রতিদিন প্রায় ১৫০ টি কুকুরের খাবারের ব্যবস্থা করে চলেছে ওই সংগঠন। কিন্তু সম্প্রতি ডোমজুড় এলাকায় বহু পথ কুকুরের মৃত্যু হয়েছে গতিশীল গাড়ির ধাক্কায়। বিশেষত রাস্তায় রাতের বেলা শুয়ে থাকা বা রাস্তার মোড়ে ঘুরে বেড়ানো কুকুর গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়। তবে এর মধ্যে অনেকেই বুঝতে না পেরে চাপা দিয়ে দেন।
advertisement
সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে রিফ্লেকটিভ বেল্ট কুকুরের গলায় লাগিয়ে প্রাণ বাঁচানো, ভাবনাকে বাস্তব রূপ সংগঠনের। প্রথম পর্যায়ে প্রায় ৪০টি পথ কুকুরকে গলায় পরিয়ে দেওয়া হবে, সেই কাজ শুরু হয়েছে। এর ফলে রাতে রাস্তার উপর শুয়ে থাকা বা ঘুরে বেড়ানো পথ কুকুর তাদের গলায় লাগানো রিফ্লেকটিভ বেল্ট নজরে আসবে চালকদের, তাতেই প্রাণ রক্ষা হবে ওদের। প্রথম পর্যায়ে এই কাজ শেষ হলে, আরও ৬০টি কুকুরকে রিফ্লেকটিভ বেল্ট পরানো হবে।
আরও পড়ুনঃ এবার হাওড়া স্টেশনে মিলছে স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি সংগঠনের হস্তশিল্প
এ বিষয়ে সংগঠনের সদস্য শংকর দাস বলেন, রিফ্লেকটিভ বেল্ট ওদের যেমন বাঁচবে তেমন চিহ্নিত করতেও সুবিধা হবে। হাল্কা বেল্ট হওয়ায় সারমেয়রা সমস্যায়ও পড়বে না। আমরা শুধুমাত্র পথকুরদের বাঁচাতে রিফ্লেকটিভ বেল্ট লাগাচ্ছি তা নয়, এদের চিহ্নিত করা যাবে এবং তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় কুকুর কামড়ানো নিয়ে সামাজিক স্তরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
আরও পড়ুনঃ বৃষ্টির জল ঘরে ঢুকে একাকার! অল্প বৃষ্টিতেই জলমগ্ন গোটা গ্রাম
পথ পুকুরের কামড়ের আতঙ্ক মানুষের মধ্যে দেখা যায়। সেই আতঙ্ক দূর করতে ভ্যাকসিন দেওয়া। ইতিমধ্যেই ডোমজুড় এলাকায় বেশ কিছু পথ কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়েছে। তাতে এলাকার মানুষের মনে অনেকটাই আতঙ্কভাব কেটেছে, এর ফলে পথ পুকুরেদের নিরাপত্তাও বেড়েছে।
Rakesh Maity