Howrah News: বৃষ্টির জল ঘরে ঢুকে একাকার! অল্প বৃষ্টিতেই জলমগ্ন গোটা গ্রাম

Last Updated:

বৃষ্টির জল ঘরের মেঝে, পানীয় জলের কল থৈ থৈ করছে রাস্তা ঘাট। সেভাবে বর্ষার দেখা নেই, চাষের জমি ধানের ক্ষেতে সেভাবে জলের দেখা নেই। এক প্রকার জলের অভাবে ভুগছে কৃষকেরা।

+
title=

#হাওড়া : বৃষ্টির জল ঘরের মেঝে, পানীয় জলের কল থৈ থৈ করছে রাস্তা ঘাট। সেভাবে বর্ষার দেখা নেই, চাষের জমি ধানের ক্ষেতে সেভাবে জলের দেখা নেই। এক প্রকার জলের অভাবে ভুগছে কৃষকেরা। এর মধ্যেই অন্য চিত্র হাওড়া কুলগাছিয়া জাতীয় সড়ক লাগোয়া কাশিপুর গ্রাম যা চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বহু পরিবার জমা জলের দুর্ভোগে, জাতীয় সড়ক থেকে এলাকার মাঝ বরাবর কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি পঞ্চায়েতের পক্ষ থেকে, যার ফলে মানুষের দুর্ভোগ অনেকটাই কম হয়েছে। ওই রাস্তা পৌঁছে গিয়েছে তুলসীবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, ঢালাই রাস্তার দুই ধার বহু পরিবার বসবাস করেন, দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
কংক্রিট এবং কাঁচা ছিটেবেড়ার ঘড় রয়েছে এলাকায়। অল্প বৃষ্টিতেই ওই এলাকার অধিকাংশ বাড়ির উঠান ঘরের মেঝে রাস্তাঘাট জলমগ্ন হতে শুরু করেছে। তাতেই ওই এলাকায় বসবাসকারী মানুষের কপালে চিন্তার ভাজ। ঘরের মেঝে জলমগ্ন হবার ফলে রান্না বান্না থাকা খাওয়া ঘুমানো তক্তোবোস বা কাঠের মাচা ভরসা পরিবারের। জলমগ্ন হতে, পোকামাকড়ের পাশাপাশি বিষধর সাপের উপদ্রব বেড়েছে, তার যে আতঙ্কে দিন গুনছে মানুষ।
advertisement
advertisement
এর পাশাপাশি জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাতেও আতঙ্কের পারদ চলছে এলাকাবাসীর মনে, স্থানীয় মানুষের অভিযোগ সারা বছর যেকোনো সময়ে একটু ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে, এই সমস্যা গত কয়েক বছর ধরে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও বিষয়ে সুরাহা মেলেনি। স্থানীয় এক গৃহবধূর, বিস্ফোরক অভিযোগ, যেখানে সারা বছরজুড়ে সরকারিভাবে মশাবাহিত রোগ বিভিন্ন সচেতন মূলক পঞ্চায়েত এলাকায় প্রচার চলে। তাদের এলাকাতে সেই প্রচার বা মশা দমনের কোনরকম পদক্ষেপ নেওয়াই হয় না।
advertisement
এলাকায় দীর্ঘ অপেক্ষার পর তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, তবে এই জল যন্ত্রণা থেকে কিভাবে মিলবে মুক্তি সেই দিকেই তাকিয়ে ওই মানুষ। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান, এলাকার জল নিকাশি মুখ বন্ধ, ১৬ নম্বর জাতীয় সড়কের ধার নিকাশি বন্ধ করে বসবাস করছে মানুষ। বিষয়ে এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তবে বিষয়টি পুনরায় খতিয়ে দেখবেন এবং দ্রুত এলাকার মানুষকে কিভাবে দুর্ভোগ মুক্ত করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বৃষ্টির জল ঘরে ঢুকে একাকার! অল্প বৃষ্টিতেই জলমগ্ন গোটা গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement