বিজেপি নেতা দিলীপ ঘোষ কলকাতার দিক থেকে মেদিনীপুর যাওয়ার পথেই ঘটনাস্থলে এসে পৌঁছন। গাড়ি থামিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে, কাউন্টিং সেন্টারে ঢুকতে না দেওয়া ও সিপিআইএম প্রার্থীকে মারধরের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমতা-ঝিখিরা রোড অবরোধ করল বাম-বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।
আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
বিরোধীদের অভিযোগ, এ দিন সকালে জয়পুরে আমতা-২ ব্লকের গণনাকেন্দ্রে ঢুকতে গেলে তাদের বাধা দেয় শাসক দল। সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার প্রতিবাদে আমতা-ঝিখিরা রোডের খড়িয়পে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার বাম-বিজেপি-কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে, ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটিতে পুলিশের চেষ্টায় পথ অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল।
রাকেশ মাইতি