TRENDING:

Howrah: সাধারণ মানুষের ভয় কাটাতে পথ কুকুরদের‌ই ভ্যাকসিন দিল একদল যুবক!

Last Updated:

পথ কুকুরদের নিরাপত্তায় অভিনব চিন্তা ভাবনা হাওড়া মাকরদহের যুবকদের। পাড়ার মোড় রাস্তাঘাট বা জনবহুল বাজারে পথ কুকুরের ঘোরাফেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : পথ কুকুরদের নিরাপত্তায় অভিনব চিন্তা ভাবনা হাওড়া মাকরদহের যুবকদের। পাড়ার মোড় রাস্তাঘাট বা জনবহুল বাজারে পথ কুকুরের ঘোরাফেরা। রাতের অন্ধকারে পাড়া বা রাস্তার মোড় পাহারায় পথ কুকুরের দল। ভোর থেকে সকাল চায়ের দোকানে খাবারের আশায় মুখ উঁচিয়ে সামান্যে দূরত্বে দাঁড়িয়ে থাকা। সকাল থেকে চলে খাবারের খোঁজ শুরু, কখন বাড়ির অনাচ-কানাচে, হোটেল রেস্টুরেন্টের সামনে দেখা মেলে তাদের। পথ কুকুরদের খাওয়াতে পথে নামেন পশুপ্রেমী মানুষ, সে ছবিও দেখা মেলে। লকডাউন পরিস্থিতিতে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় পথ কুকুরদের খাবারের সমস্যা হয়, সেই সমস্যা সমাধানে বহু পশুপ্রেমী মানুষ রাস্তায় নেমে খাবার যুগিয়েছে। মনিবের প্রতি কুকুরের ভক্তি বা বিশ্বাস নিখাদ, কখন কখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ একে অপরের প্রতি বিশ্বাস রাখতে ব্যর্থ হলেও, এই অবলা জীব কখন ব্যর্থ হয় না। বিদেশি পোষ্য কুকুরের প্রতি যত্ন থাকলেও পথ কুকুরের প্রতি চরম অবহেলা অনেক অংশেই। নানা কারণে পথ কুকুর দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে, তার ফলে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মনে।
advertisement

সেই আতঙ্ক থেকেই অনেক অংশে রাস্তার কুকুর অত্যাচারিত, পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে অত্যাচার করে বসে। ওই যুবকরা জানায়, পথপুকুর থেকে আতঙ্ক মুক্ত করতে প্রথমে মানুষের মন থেক আতঙ্ক বা ভয় দূর করতে হবে। সেইদিক গুরুত্ব রেখেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু। পথের বা পাড়ার সমস্ত কুকুরকে ভ্যাকসিন দেওয়া থাকলে, স্থানীয়দের মনে ভয় দূর হবে, সেই উদ্যোগ নিয়েই প্রায় গত তিন বছর ধরে হাওড়া মাকরদহ বাজার সংলগ্ন স্থান থেকে কুকুরদের নিয়ে কাজ শুরু হয়।

advertisement

আরও পড়ুনঃ আকাশে ঘুড়ির মেলা! আতঙ্ক ছড়াচ্ছে চিনা মান্জা সুতো

মাকরদহের শংকর, রামু সহ বেশ কয়েকজন যুবক তারা মনে করে শিব জ্ঞানে জীব সেবা, সেই মন্ত্রকে পাথেও করে সাপ কুকুর বিড়াল পশু পাখি সেবা করে চলেছে। এবার পথ কুকুরদের নিরাপত্তা বা অত্যাচারমুক্ত করতে তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করল। পথ কুকুরকে ভ্যাকসিন দিয়ে এলাকার মানুষকে আতঙ্ক মুক্ত করছে যুবকরা।

advertisement

View More

আরও পড়ুনঃ ভয়ঙ্কর দৃশ্য! বাঁশ বাগানে সারি সারি গো সাপের মৃতদেহ!

হাওড়ার মাকড়দহ ছাড়াও সাঁতরাগাছি সহ হাওড়ার কিছু এলাকায় কুকুরদের ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫০ টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীতে তাদের লক্ষ্য এইভাবে জেলার সমস্ত কুকুরকে নিরাপত্তা দেওয়া বা অত্যাচার মুক্ত করবে। তাদের কর্মকাণ্ড দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডোমজুড় বিডিও সহ বহু মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: সাধারণ মানুষের ভয় কাটাতে পথ কুকুরদের‌ই ভ্যাকসিন দিল একদল যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল