সেই আতঙ্ক থেকেই অনেক অংশে রাস্তার কুকুর অত্যাচারিত, পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে অত্যাচার করে বসে। ওই যুবকরা জানায়, পথপুকুর থেকে আতঙ্ক মুক্ত করতে প্রথমে মানুষের মন থেক আতঙ্ক বা ভয় দূর করতে হবে। সেইদিক গুরুত্ব রেখেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু। পথের বা পাড়ার সমস্ত কুকুরকে ভ্যাকসিন দেওয়া থাকলে, স্থানীয়দের মনে ভয় দূর হবে, সেই উদ্যোগ নিয়েই প্রায় গত তিন বছর ধরে হাওড়া মাকরদহ বাজার সংলগ্ন স্থান থেকে কুকুরদের নিয়ে কাজ শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ আকাশে ঘুড়ির মেলা! আতঙ্ক ছড়াচ্ছে চিনা মান্জা সুতো
মাকরদহের শংকর, রামু সহ বেশ কয়েকজন যুবক তারা মনে করে শিব জ্ঞানে জীব সেবা, সেই মন্ত্রকে পাথেও করে সাপ কুকুর বিড়াল পশু পাখি সেবা করে চলেছে। এবার পথ কুকুরদের নিরাপত্তা বা অত্যাচারমুক্ত করতে তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করল। পথ কুকুরকে ভ্যাকসিন দিয়ে এলাকার মানুষকে আতঙ্ক মুক্ত করছে যুবকরা।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর দৃশ্য! বাঁশ বাগানে সারি সারি গো সাপের মৃতদেহ!
হাওড়ার মাকড়দহ ছাড়াও সাঁতরাগাছি সহ হাওড়ার কিছু এলাকায় কুকুরদের ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫০ টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীতে তাদের লক্ষ্য এইভাবে জেলার সমস্ত কুকুরকে নিরাপত্তা দেওয়া বা অত্যাচার মুক্ত করবে। তাদের কর্মকাণ্ড দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডোমজুড় বিডিও সহ বহু মানুষ।
Rakesh Maity