আরও পড়ুন: তাপপ্রবাহ উপেক্ষা করেই মন্দিরে মন্দিরে বাঙালির ভিড়
পুলিশ কর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার সকলে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীন ত্রিপাঠি স্বয়ং হাজির ছিলেন কোনা ট্রাফিক গার্ডে। তিনি ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওআরএস, জলের বোতল, রোদ চশমা, ছাতা তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক) অর্ণব বিশ্বাস, ডিসিপি (দক্ষিণ) প্রতীক্ষা ঝারখারিয়া, এসিপি (ট্রাফিক) অরূপ মুখার্জি, এসিপি (দক্ষিণ) দেবজ্যোতি মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের ওসি অতীন্দ্রনাথ মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার অমিত কুমার দাস প্রমুখ।
advertisement
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি বলেন, গরমের কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে। প্রচন্ড গরমে পুলিস কর্মীরা কর্তব্য পালন করছেন। তাঁদের শরীর সুস্থ রাখা প্রয়োজন। সিপি ঘোষনা করেন, গত এক বছরে যে সব ট্রাফিক কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন, ভাল কাজের নিরিখে তাঁর পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
রাকেশ মাইতি





