আরও পড়ুন: ভাঙতে ভাঙতে নদী গ্রাস করেছে বিঘা বিঘা চাষের জমি! বাধ্য হয়ে কৃষকরা আজ দিনমজুর
গ্রামীণ হাওড়ার আমতার বুক চিড়ে চলে গিয়েছে দামোদর নদ। এই নদী পারাপারের জন্য বেশ কয়েকটি বাঁশের সাঁকো রয়েছে। সেই সাঁকোর উপর ভরসা করেই মানুষ পারাপার করে। তেমনই আমতা-১ ব্লকের ফতেপুর ও আমতা-২ ব্লকের তাজপুরের মধ্যে বাঁশের সাঁকো আছে। প্রতিদিন এই সাঁকো দিয়েই কয়েক হাজার মানুষ পারাপার করেন। সাধারণ মানুষের পাশাপাশি সাইকেল, বাইক, ট্রলিও পারাপার করে সাঁকোগুলোর উপর দিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দামোদরে পানার চাপ বাড়ছিল। বুধবার নদীতে জলের চাপ বাড়ে। তাঁর ফলেই পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে যায় ফতেপুর ও তাজপুরের মধ্যে সংযোগকারী এই বাঁশের সাঁকো। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁশের সাঁকো মেরামতির কাজ শুরু হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফতেপুর-তাজপুরের বাঁশের সাঁকোর পাশাপাশি পানার চাপে ভেঙে যায় খসনান ও বাঁশবাগানের মধ্যবর্তী বাঁশের সাঁকোটিও। পাশাপাশি দু’টি সাঁকো একইসাথে ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন নদীপাড়ের অজস্র মানুষ।
রাকেশ মাইতি