Alipurduar News: ভাঙতে ভাঙতে নদী গ্রাস করেছে বিঘা বিঘা চাষের জমি! বাধ্য হয়ে কৃষকরা আজ দিনমজুর

Last Updated:

ফালাকাটার মুজনাই নদীর ভাঙনের জেরে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কৃষকরা

+
title=

আলিপুরদুয়ার: নদী ভাঙনের জেরে বদলে গিয়েছে পেশা। চাষ জমি হারিয়ে কৃষকরা দিনমজুরে পরিণত হয়েছেন। এমনই দুর্দশা মুজনাই পাড়ের বাসিন্দাদের।
নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা পুর এলাকার এই অংশে। যার জেরে বাধ‍্য হয়ে কৃষিকাজ ছেড়ে চাষিরা এখন দিনমজুরি করে কোন রকমে সংসার চালাচ্ছেন। এমনই দুরবস্থা ফালাকাটা বাগানবাড়ি এলাকার বাসিন্দাদের। মুজনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এই এলাকার বাসিন্দারা। এই স্থানটি ফালাকাটা পুরসভার অন্তর্ভুক্ত। দীর্ঘ বহু বছর ধরে নদী ভাঙনে এলাকার প্রায় ত্রিশ জন বাসিন্দার বিঘার পর বিঘা কৃষিজমি মুজনাই নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে ।
advertisement
advertisement
আলতাফ মিঞা নামে এক বাসিন্দা জানান, মুজনাই নদীতে বাঁধ না থাকায় এখনও অবধি এলাকার বহু মানুষের কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এমন অনেক লোক আছে যাদের সব চলে গিয়েছে। স্থানীয়রা আরও জানান, এই মুজনাই নদীতে বাঁধের দাবী দীর্ঘদিনের। বহবার অনেক আধিকারিক, মন্ত্রী এসেছেন নদীর পাড়ে। পরিদর্শন করে চলে গিয়েছেন।কিন্তু বাঁধ আর তৈরি হয়নি। এলাকার বাসিন্দারা জানান, পূর্বে তাঁরা কৃষিকাজ করতেন। কিন্তু এখন তাদের মধ‍্যে অনেকেরই কৃষিজমি নেই। সব জমি মুজনাই নদীর গর্ভে চলে গিয়েছে । বাধ‍্য হয়ে তাঁরা এখন শ্রমিকের কাজ করছেন।
advertisement
এই বিষয়ে ফালাকাটার পুরপ্রধান প্রদীপ মুহুরি জানান, এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে জানিয়েছি। বাঁধ নির্মাণের জন‍্য বলা হয়েছে। শীঘ্র বাঁধ নির্মাণ হবে।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভাঙতে ভাঙতে নদী গ্রাস করেছে বিঘা বিঘা চাষের জমি! বাধ্য হয়ে কৃষকরা আজ দিনমজুর
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement