শুক্রবার হাওড়া-পুরী রুটে প্রথম চলে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬:১০-এ শুরু হয় যাত্রা, পুরী পৌঁছয় দুপুর ১২.৩৫ -এ। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ওই রেকটি হাওড়ার পথে রওনা দেবে। হাওড়া পৌঁছবে রাত্রি সাড়ে ৮টা নাগাদ। একই দিনে হাওড়া থেকে যাত্রা শুরু করে পুরী গিয়ে আবার হাওড়া ফিরে আসবে ট্রেনটি। রেল সূত্রে খবর, খড়্গপুর ছাড়াও আরও ৬টি স্টেশনে মিনিট দুয়েকের জন্য দাঁড়ানোর কথা বন্দে ভারতের। পুন্যার্থী ও ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এ যে এক নয়া আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
রবিবার ৩০শে এপ্রিল হাওড়া-পুরী- রুটে আবারও দ্বিতীয়বার পরীক্ষামূলক যাত্রা করবে বন্দে ভারত। দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডেপুটি চিফ ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন, বন্দে ভারতের সফল পরীক্ষামূলক যাত্রার পর খুব শীগ্রই যাত্রীদের জন্য এই রুটে পরিষেবা চালু করে দেওয়া হবে। এখনও পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হওয়ার নির্দিষ্ট দিন স্থির করা হয়নি। পরিষেবা চালু হওয়ার দিন নির্দিষ্ট করা হলেই যথাযথ ভাবে তা জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য সুখবর! রেশন কার্ড প্রসঙ্গে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
চলতি বছরের ১ জানুয়ারি হাওড়া-নিউ জলপাইগুড়িগামী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল রাজ্য। শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারতও পেতে চলেছে বাংলা। প্রথম ট্রেনটির মতো দ্বিতীয় ট্রেনটিতেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে বলে রেল সূত্রে খবর।
রাকেশ মাইতি