বর্তমানে জেলা জুড়ে চাষবাসে কিছুটা ভাটা পড়লেও হাওড়ার কৃষি প্রধান বাগনান রয়েছে আপন ছন্দে। এখনও বহু মানুষ চাষ আবাদের সঙ্গে যুক্ত এখানে। হাতে গোনা হলেও নতুন প্রজন্মের হাতে জমিতে ফুটছে ফুল ফলছে ফসল। বছর জুড়ে নানা ফসল ফলছে জমিতে। তার পাশাপাশি ইদানিং ফুলের চাষ শুরু করেছে কৃষকেরা। গাঁদা চেরি দোপাটি অপরাজিতা চন্দ্রমল্লিকা ডালিয়ার মত বিভিন্ন ফুলে শীত পড়লে মাঠ ভরে থাকে। সবজির পাশাপাশি ফুল চাষের দিকে ঝুঁকছে কৃষকেরা এখানে।
advertisement
রামচন্দ্রপুরের ফুল চাষী মাধব মণ্ডল জানায়, সবজি চাষের থেকে ফুল চাষে লাভের পরিমাণ একটু বেশি।ফুলের বাজারদর উঠানামা করে। বাজারে কোনও সময় দাম খুব কম হলে আবার দাম বাড়ার সম্ভাবনা থাকে ফুলের। কিন্তু ফসলের ক্ষেত্রে একবার দাম কমলে আর সে বছর বাড়ে না। সে জন্যই কম বেশি ফুল চাষ করেছে অনেকেই। ফুল চাষী গোরা মাইতি জানায়, সবজির পাশাপাশি অধিকাংশ চাষী ফুলের চাষ করছে এখানে তাদের চাষের আমদানির ঘাটতি মেটাতে।
Rakesh Maity





