আরও পড়ুন: কলেজে উঠেও ভালোবাসার টানে ফিরে এল স্কুলে! শান্তিপুরের ছাত্রের অবাক কাণ্ড
এই শিল্প মেলা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিষ্ঠিত শিল্পী এবং নতুন প্রতিভা মিলিত হওয়ার মিলনস্থল।আমতা-১ ব্লকের উদং কালীমাতা আশ্রম প্রাঙ্গণে ‘স্বপ্ন দেখা উজান গাঙ’-এর উদ্যোগে চতুর্থ বর্ষের শিল্প মেলা দেখে আপ্লুত মানুষ। আশ্রমজুড়ে বাংলা সাহিত্যের ছোঁয়া। বাংলার বিভিন্ন প্রান্তের নানা ঐতিহ্যবাহী হস্ত ও কুটিরশিল্পকে তুলে ধরতেই এই শিল্পমেলার আয়োজন।
advertisement
‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ এই থিমকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং কালীমাতা আশ্রম প্রাঙ্গণে বসে শিল্পকলা উৎসব ‘উৎকর্ষ’। আমতা-১ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘গ্রামীণ হাওড়া অঙ্কন ও শিল্পকলা উৎসব’। মূলত বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরতে আমতার স্বেচ্ছসেবী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শিল্পী তাঁদের শিল্পকর্মের ডালি সাজিয়ে এই মেলায় আসেন। চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ছিল আল্পনা প্রতিযোগিতা, মেহেন্দি প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, কনে সাজানো প্রতিযোগিতা। সব মিলিয়ে বিভিন্ন বিভাগে অংশ নেন বহু প্রতিযোগী। গ্রাম বাংলার বুকে অভিনব প্রতিযোগিতাগুলো দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কনে সাজানো প্রতিযোগিতায় নিজেরাই মডেল এনেছিলেন প্রতিযোগীরা। প্রতিযোগিতার প্রত্যেক বিভাগে পুরস্কারের পাশাপাশি সমগ্র ইভেন্টের ‘সেরার সেরা’-র জন্য রয়েছে রূপোর সরস্বতী। এই শিল্পমেলাকে ঘিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
‘সংগঠনটির সদস্য অর্ঘ্য কুণ্ডু জানান বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিবছর তাঁরা এই শিল্পমেলার আয়োজন করেন। নতুন প্রজন্মের কাছে বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পগুলিকে তুলে ধরতেই এই শিল্পমেলার আয়োজন।
রাকেশ মাইতি