Saraswati Puja 2024: কলেজে উঠেও ভালোবাসার টানে ফিরে এল স্কুলে! শান্তিপুরের ছাত্রের অবাক কাণ্ড
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
পাঁচ বছর আগে বিদ্যালয়ের সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন অতনু। সে শান্তিপুর তন্তুবায় হাইস্কুলের ছাত্র
নদিয়া: মৃৎশিল্পী না হয়েও মনের অদম্য ইচ্ছেশক্তির জেরে মৃৎশিল্পী হয়ে ওঠা। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেই অতনু বিশ্বাসের হাতে গড়া প্রতিমাই পুজো হয়েছে শান্তিপুর তন্তুবায় হাইস্কুলে। প্রাক্তনী হয়েও নিজের বিদ্যালয়ে মূর্তি তৈরি করতে যথা সময়ে হাজির হলেন তিনি।
পাঁচ বছর আগে বিদ্যালয়ের সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন অতনু। সে শান্তিপুর তন্তুবায় হাইস্কুলের ছাত্র। তার ইচ্ছের কথা জানিয়েছিল প্রধান শিক্ষককে। এরপর প্রধান শিক্ষকের অনুমতি পেয়ে শুরু করে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। প্রথম বছরই প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের। তারপর পর চার বছর ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছে অতনু। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে এখন শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। তবু ভালোবাসার টানে এই বছর ফিরে এসেছে নিজের স্কুলে, তৈরি করছে সরস্বতী প্রতিমা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত অতনু ও তার সহকারীরা। অতনু জানিয়েছেন, কৃষ্ণনগরের মৃত শিল্পীদের গুরুত্ব সবার সামনে তুলে ধরতেই তারই উদ্যোগ। সে দেখিয়ে দিতে চায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত না হয়েও প্রবল ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। অতনুর এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা। তিনি বলেন, ও বরাবরই শিল্পপ্রেমী। পড়াশোনাতে প্রথম সারিতে না থাকতে পারলেও ওর মধ্যে অদ্ভুত উন্মাদনা রয়েছে শিল্পের প্রতি। তাই ও শিল্পী। এ বিষয়ে কোনও প্রশিক্ষণ না নিয়েও ওর তৈরি প্রতিমা নজর কাড়ে সকলের। সব থেকে বড় কথা অতনু বরাবরই খুবই বাধ্য ছেলে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 9:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: কলেজে উঠেও ভালোবাসার টানে ফিরে এল স্কুলে! শান্তিপুরের ছাত্রের অবাক কাণ্ড