TRENDING:

Howrah News: আন্দুলে অবাক কাণ্ড! রাজবাড়ির মাঠে ব্যাট হাতে অনুষ্কা শর্মা? চমকে গেলেন স্থানীয়রা

Last Updated:

হই হই রব হাওড়ার আন্দুলে, হাওড়ার আন্দুল রাজবাড়ির সামনে রাজ মাঠে ব্যাট হাতে দেখা গেল হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী 'অনুষ্কা শর্মা' কে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আন্দুল: বৃহস্পতিবার সকাল থেকে হইহই রব হাওড়ার আন্দুলে৷ হাওড়ার আন্দুল রাজবাড়ির সামনে রাজ-মাঠে ব্যাট হাতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী 'অনুষ্কা শর্মা'-কে৷ আর এই দৃশ্য দেখে রীতিমতো অবাক আন্দুলবাসী৷ প্রথমে তো অনেকেই তা বিশ্বাসও করতে পারেননি। বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠ কাঁপালেন ব্যাট হাতে অনুষ্কা শর্মা৷ সেই খবর চাউর হতেই আন্দুল-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ কাতারে কাতারে ভিড় জমান আন্দুল রাজবাড়ি সংলগ্ন এলাকায়৷  সেই ভিড় সামাল দিতে হাজির পুলিশ প্রশাসন।
advertisement

আরও পড়ুন: টাটা-সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম অভিযোগ শুভেন্দুর! সরকারি অনুষ্ঠানে যাওয়ার জন্য দিলেন শর্ত

আরও পড়ুন: কালীপুজোর আগে বাজি নিয়ে 'বড়' সুখবর! 'পরিবেশবান্ধব' বাজিতে 'হ্যাঁ'! ১০ হাজার লাইসেন্স দেবে রাজ্য

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় শ্যুটিং৷ প্রথমে আন্দুল রেল লাইন অর্থাৎ কেবিন ধারে শ্যুটিংপর্ব চলে৷ সেখান শ্যুটিং শেষ করে আন্দুল রাজ-মাঠে শুরু হয় কাজ। সূত্রে জানা যায়, ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক শ্যুটিং করতেই হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।

advertisement

View More

এর আগে ইডেনে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে৷ সেদিনও ইডেনে ছিল সাজো সাজো রব৷ সিনেমার স্বার্থে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজিত হয়েছিল৷ সেখানে ঝুলনের ভূমিকায় অনুষ্কাকে বল হাতে দেখা গিয়েছিল৷ পুজো পরেই কলকাতায় শুরু হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং৷

জাতীয় দলের বাঙালি জোরে বোলার ঝুলন গোস্বামী খেলা থেকে অবসর নেওয়ার আগেই একজন লেজেন্ডে পরিণত হয়েছিলেন৷ তাঁর ভূমিকায় দেখা যাচ্ছে বিরাটপত্নী অনুষ্কাকে৷ স্বাভাবিক কারণেই ছবির শ্যুটিং নিয়ে আগ্রহ রয়েছে সারা দেশের মানুষের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের, ডবল লাভ আসবে ঘরে! কীভাবে জানুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আন্দুলে অবাক কাণ্ড! রাজবাড়ির মাঠে ব্যাট হাতে অনুষ্কা শর্মা? চমকে গেলেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল