অর্জুনকে প্রত্যক্ষদর্শীরা জানায়, তার বাবা জলে নেমে স্নান করছিলেন হটাৎ ভাটার টানে মনিকবাবুকে জলে তলিয়ে যেতে দেখেন। তাদের কথায় জানা যায়, তিনি যখন স্নান করছিলেন ঘাটে আরো কয়েকজন ছিলেন, সেই মুহূর্তে ভাটার টানে হঠাৎই মানিকবাবুকে জলে তলিয়ে যেতে দেখেন, সেই মহুর্তে একজন ব্যক্তি তাকে গামছা বাড়িয়ে দিয়ে ধরার চেষ্টা করে, তবে কোন ভাবে মানিক বাবুকে আটকানো সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা পরিণত পুকুরে! যাতায়াত করতে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ
ভাটার টানে তলিয়ে যান। স্থানীয় এক ব্যাক্তি জানান বৃদ্ধ মানিকচাঁদ রাম প্রতিদিন নদীতে স্নান করত। আজ কিভাবে উনি জলে তলিয়ে গেলেন তা বুঝতে পারছি না। স্থানীয় মানুষ সাঁকরাইল থানার পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
July 27, 2022 5:51 PM IST