আরও পড়ুন: ভিডিও কলে কথার পরই সব শেষ! হাড়হিম করা ঘটনা শুনলে অবাক হবেন
এই ডাকঘরে কয়েক হাজার গ্রাহকের সেভিংস, আরডি, এসএসএ, টিডি সহ বিভিন্ন একাউন্ট আছে। এখানে থেকে বহু প্রবীণ নাগরিকের পেনশনও হয়। কিন্তু সোমবার থেকে আমতা সাব পোস্ট অফিসের যাবতীয় পরিষেবা বন্ধ হয়ে পড়ে আছে। আমতার বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে পানীয় জলের পাইপ লাইন পাতার কাজ চলছে। আর তাতেই তার ছিঁড়ে গিয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
advertisement
গোটা ঘটনায় ক্ষুব্ধ পোস্ট অফিসের গ্রাহকরা। তাঁদের অভিযোগ, মাঝেমধ্যেই আমতা সাব-পোস্ট অফিসে লিঙ্ক থাকে না। কিছুদিন আগেও প্রায় এক সপ্তাহ ধরে লিঙ্ক ছিল না। বারবার এমন ঘটনা ঘটায় বিপদে পড়তে হচ্ছে গ্রাহকদের। কিছুদিন পরপরই কেন এই ডাকঘরের লিঙ্ক চলে যায় তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। পাশাপাশি জলের লাইন পাতার কাজের পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। কেন ইন্টারনেট সংযোগের তার দেখে রাস্তা খোঁড়া হল না সেই প্রশ্ন তুলছেন তাঁরা।
রাকেশ মাইতি