Coromandel Express Accident: ভিডিও কলে কথার পরই সব শেষ! হাড়হিম করা ঘটনা শুনলে অবাক হবেন
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
সুপার ফাস্ট করমন্ডলে এর আগে অনেক বার গেছেন। কম সময় এত ভালো ট্রেনে টিকিট পেতে হুরোহুরি পরে। সেই ট্রেন এখন অভিশপ্ত। আগামী দিনে আবারও দক্ষিণ ভারতে যাবেন তবে করমন্ডলে না,বলছেনসাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফেরা শানু দাস
হুগলি: সুপার ফাস্ট করমন্ডলে এর আগে অনেক বার গেছেন। কম সময়ে এত ভাল ট্রেনে টিকিট পেতে হুরোহুরি পরে। সেই ট্রেন এখন অভিশপ্ত। আগামী দিনে আবারও দক্ষিণ ভারতে যাবেন তবে করমন্ডলে না, বলছেন সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফেরা শানু দাস। উত্তরপাড়ার মাখালা এলাকার বাসিন্দা শানু একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার।
করমন্ডলে চেন্নাই যাচ্ছিলেন। সেখান থেকে কোয়েম্বাটুর হয়ে দক্ষিণভারত ঘোরার কথা ছিল। দুদিন পর ৩৫ জনের পর্যটক দল যোগ দেবার কথা ছিল তাদের সঙ্গে। তিনি ছিলেন করমন্ডল এক্সপ্রেস এর এস -১ কোচে। ট্রেনে উঠে পরিবারের সঙ্গে কথা হয় তার।
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
advertisement
advertisement
আরও পড়ুন- ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ছিলেন নিখোঁজ, কীভাবে ফিরলেন বাড়িতে, জানলে চমকে যাবেন
স্ত্রী ও মা এর সঙ্গে ভিডিও কলে কথা হয় তার।তারপর হঠাৎ মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব সব শেষ। প্রচন্ড শব্দ আর আগুন দেখতে পান জানালা দিয়ে।নরাচরা খেতে গায়ে বার্থ ভেঙে পরে। ভয়াবহ দৃশ্যের সাক্ষী শানু। প্রাণে বেঁচে বাড়ি ফিরেও অভিশপ্ত সেই সন্ধ্যা ভয়াবহতা এখনও গ্রাস করে রয়েছে তাকে। করমন্ডলে এর আগেও গেছেন তবে আর যেতে চান না তিনি এমনটাই জানিয়েছেন।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 2:43 PM IST






