এ বিষয়ে ওই এলাকার মানুষ একাধিকবার স্থানীয় কাউন্সিলর জয়িতা সাঁতরাকে জানিয়েছে তবে মেলেনি সুরাহা। অপরদিকে উলুবেড়িয়া পৌরসভার ওই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান এলাকার পানীয় জলের সমস্যা কয়েক মাস যাবত চলছে। স্থানীয় বহু মানুষ তাকে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সেই মত তিনি সাধারণ মানুষের পানীয় জলের সমস্যার কথা লিখিত জানিয়েছেন পৌরসভায়, তবে তা কার্যকর হয়নি এখনও।
advertisement
আরও পড়ুনঃ কাগজের বাক্সে ছোট্ট ছবি এঁকে অবাক করল মৌলিকা!
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পানীয় জলের নেই কোন স্প্রীড। ফলে চাহিদা মতো মেলেনা পানীয় জল। জলের সমস্যা ওই এলাকায় চলছে টানা কয়েক মাস। এ বিষয়ে উলুবেরিয়া পৌর প্রধান অভয় দাস জানান, উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জলের এ ধরনের সমস্যার রিপোর্ট বা অভিযোগ উলুবেরিয়া পৌরসভায় আসেনি।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা
নিয়মিত দিনে তিন বার পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। প্রসঙ্গত উলুবেড়িয়া পৌরসভা জল সরবরাহে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে রয়েছে। তবে ওই এলাকায় জলের সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন উলুবেড়িয়া পৌর প্রধান।
Rakesh Maity