তিনি জানান এর মাধ্যমে জাতীয় জলপথ তথা অন্তর্দেশীয় জলপথ পরিবহণে এক নতুন দিগন্ত খুলে যাবে। উত্তরপূর্বের রাজ্যগুলি এর থেকে যথেষ্ট লাভবান হবে বলেই আশাবাদী তিনি। এর ফলে শুধু রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সহায়ক হবে তা নয়, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও সুনিশ্চিত করবে, এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
advertisement
আরও পড়ুনঃ শারীরিক সব বাধা দূরে সরিয়ে যোগ ব্যায়াম প্রতিযোগিতায় সফল শুভ্রা
হাওড়ার নাজিরগঞ্জে দুই শতাধিক বছর পুরানো এইচ সি এস এল (HCSL) সংস্থার জাহাজ উৎপাদন কারখানা, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের উপর ভর করে নতুনরূপে ঘুরে দাঁড়িয়েছে। রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন এক অনন্য নজির হতে চলেছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। একদিকে আধুনিক প্রযুক্তি ও অপরদিকে অত্যাধুনিক সরঞ্জামে ভূষিত হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তার কাজের গুণগত মান বজায় রাখতে দায়বদ্ধ।
আরও পড়ুনঃ বাংলার প্রথম রাজবন্দী, ননীবালা দেবীর মতো স্বাধীনতা সংগ্রামীকে পিটিয়ে মারতে চেয়েছিল ইংরেজ!
বিভিন্ন সুরক্ষা বিধি বজায় রেখে আই এম এস স্বীকৃতিও লাভ করেছে। ৮০-১১০ মিটার দৈর্ঘ্যের জলযান উৎপাদনে সক্ষম জেটিও এখানে থাকবে। এই হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের হাত ধরে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে অর্থনৈতিক বিকাশ ঘটবে। এছাড়াও এই শিপইয়ার্ডকে ঘিরে ছোট মাঝারি শিল্প গড়ে উঠবে, তৈরি হবে কর্মসংস্থান।
Rakesh Maity