আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
ভোটের দিনের মতো যাতে গণনাতেও নিরাপত্তাহীনতার অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কাঁধে ভার নিরাপত্তা প্রদানের।
রাজ্য নির্বাচন কমিশনের আদেশে হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রের ঠিক সামনে তৈরি করা হয়েছে বাঙ্কার। প্রত্যকটি গণনা হলগুলির সামনেও অত্যাধুনিক রাইফেল নিয়ে দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত ভোটগণনার ক্ষেত্রে যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্যেই এই আঁটসাঁট নিরাপত্তা।
advertisement
আরও পড়ুনঃ গণনায় অশান্তি! কাউন্টিং এজেন্টকে রাস্তায় বাঁধা, সিপিএম বিরুদ্ধে শাসকের অভিযোগ
অন্যদিকে, নিরাপত্তার কড়া ছবি ধরা পড়েছে পোলবা-দাদপুরের আলিনগর স্কুলে। সেখানে লাইট মেশিনগান নিয়ে পাহারা দিচ্ছেন বাহিনীর জওয়ানরা। যদিও বিক্ষিপ্ত অশান্তির খবরও আসছে, তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনের গণনা হবে। রাজ্যে মোট পঞ্চায়েত আসন ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন ৯,৭৩০। জেলা পরিষদ আসন ৯২৮। তবে গণনা হবে ৯১২টি আসনে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।