স্থানীয় বাসিন্দারা বলছেন সত্যি অদ্ভুত একটা বিষয় যা আগে কোথাও এরকম দেখা যায়নি। আশেপাশের মানুষজন এই বাচ্চাটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। তারা বলছেন সম্পূর্ণ একটা নতুন জিনিস। তারা মনে করছেন প্রায় মানুষের মুখের মতই । এই বিষয়ে বাড়ির মহিলা জানান সত্যি একটা আশ্চর্যজনক। কিভাবে এরকম হল তা ভেবে পাচ্ছেন না তারা। তিনি বলেন এই বাচ্চাটি প্রায় ১৫ দিন হয়েছে। এলাকার মানুষ বাড়িতে প্রচুর ভিড় জমাচ্ছে এবং ছবিও তুলে নিয়ে যাচ্ছে । বাচ্চাটি হয়েছে এখন বাঁচিয়ে রাখায় আমাদের লক্ষ্য।
advertisement
আরও পড়ুন: নয়নজুলিতে পড়ে একটা পা! পুতুল নাকি মানুষ! সত্যি সামনে আসতেই আতঙ্ক
অন্যদিকে প্রাণী সম্পদ বিকাশের চিকিৎসক জানিয়েছেন যখন বাচ্চাটি জন্মানোর আগে কোন সমস্যা বা কোন জন্মগত ত্রুটির কারণে মানুষের মত আকৃতি হয়েছে । তবে বাছুরটির উপরের চোয়াল ঠিক মতো গঠন না হওয়ায়কোন শক্ত খাবার খেতে পারছে না তাই একে বাঁচিয়ে রাখা মুশকিল হবে।
Suvojit Ghosh