Howrah News: নয়নজুলিতে পড়ে একটা পা! পুতুল নাকি মানুষ! সত্যি সামনে আসতেই আতঙ্ক
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Howrah News: পুতুল নাকি মানুষের পা পড়ে রয়েছে নয়নজুলিতে? জানলে অবাক হবেন
হাওড়া: নেশা করাই কাল হল। গত দু'দিন নিখোঁজ ছিলেন মন্টু দাস। দু' দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। অবশেষে নয়নজুলিথেকে পাওয়া গেল তাঁর দেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হাওড়ার সাঁকরাইলের শীতলা তলায়। প্রথমে ওই এলাকার মানুষের নজরে আসে একটি পা। তবে অনেকেই পুতুল পড়ে রয়েছে বলেই মনে করছিলেন। শেষ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থলে এলে জানতে পারেন আসল ঘটনা। রাস্তার ধারে নয়নজুলিথেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী ব্যক্তির মৃত দেহ।
কীভাবে কোথা থেকে এই দেহ এল কেউ আন্দাজ করতে পারেনি। পড়ে জানা যায়, ওই ব্যক্তির নাম মন্টু দাস। তার বাড়ি সাঁকরাইল রামচন্দ্রপুর মল্লিকপাড়ায়। এলাকার সূত্রে জনা যায়, অত্যাধিক মদ্য পানের ফলেই এই ঘটনা। যদিও এই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য। কিভাবে এই ঘটনা তা সকলের অজানা। মৃতের দাদা মিন্টু দাস জানান, ভাই দুদিন ধরে নিখোঁজ ছিল। সে ভাবে কাজও করত না। নিজের খরচ চালানোর জন্য মাঝে মধ্যে ভ্যান চালাত সে।
advertisement
advertisement
মিন্টু দাস জানান, তাঁর ভাই বিবাহিত। স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা জানাজানি হলে পরিবারে শোকের ছায়া। তবে কিভাবে এমন ঘটনা কিছু ভেবে উঠতে পাচ্ছেন না মিন্টু দাস। এই ঘটনার জন্য কারোর উপর দোষারোপ করেননি। জানা গিয়েছে এদিন হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারনে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 7:25 PM IST