পান্ডুয়ার গোয়ারায় খিতীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ ও ৯৪ নম্বর বুথ হয়েছিল। বেলার দিকে এই দুই বুথ দখল করতে আসে বাইক বাহিনী। তারা প্রায় কুড়িটি বাইকে চড়ে এখানে এসে হানা দেয়। সেই সময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীরা বুথ দখল করে ছাপ্পা ভোট মারার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাদের ধাওয়া করলে তারা দুটি বাইক ফেলে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: তৃণমূল-নির্দল সংঘর্ষে ছিঁড়ল ব্যালট, জল ঢালল ভোট বাক্সে
এরপর গ্রামবাসীরা বাইক দুটিতে আগুন ধরিয়ে দেয়। যা নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে হুগলির ব্যান্ডেল পঞ্চায়েতের একাধিক বুথে বহিরাগতদের জমায়েত হয়েছে বলে খবর। অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশের বিশাল দল এলাকায় পৌঁছয়। লাঠি চালিয়ে বহিরাগতদের এলাকা ছাড়া করা হয়। কয়েকজনকে আটক করেছে পুলিশ।
রাহী হালদার