আরও পড়ুন: রাস্তা পরিণত হয়েছে নালায়! দেখলে চমকে যাবেন আপনিও, দেখুন সেই ভিডিও
প্রোমোটারদের দাপটে পরিবেশের ক্ষতি হওয়ার বিষয়টি বাংলার এক জলজ্যান্ত সমস্যা। হুগলির উত্তরপাড়া পুরসভার ৫ ও ১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল শীতলাতলা লেনে ফের তার প্রমাণ পাওয়া গেল। সেখানে নির্বিচারে কেটে ফেলা হয়েছে একের পর এক গাছ। পাশেই ছিল একটি জলাশয়। সেটিও মাঠি ফেলে বুজিয়ে দিয়েছে প্রোমোটাররা। গোটা বিষয়টিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। রাজা ভট্টাচার্য নামে এলাকার এক ব্যক্তি বলেন, বেশ কয়েকদিন ধরে ওখানে গাছ কাটার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা পরিবেশের কথা ভেবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু প্রোমোটারদের মাথায় প্রভাবশালীদের হাত থাকায় প্রথমে প্রতিবাদ করেও লাভ হয়নি। শেষে পর্যন্ত অবশ্য এলাকার সকল বাসিন্দা একজোট হয়ে রুখে দাঁড়ানোয় গাছ কাটা বন্ধ করতে বাধ্য হয়েছেন প্রোমোটাররা।
advertisement
এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় মল্লিক জানান, বেআইনি গাছ কাটার খবর পেয়ে তাঁদের লোকজন ওই এলাকায় পৌঁছতেই প্রোমোটারের লোকজন পালিয়ে গিয়েছে। কুড়ি থেকে বাইশটি গাছ কাটা হয়েছে। এই বিষয়ে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
রাহী হালদার