মুর্শিদাবাদ: রাস্তা এখানে নালায় পরিণত হয়েছে। হয়তো ভাবছেন এটা কী করে সম্ভব? হ্যাঁ, এটাই ফরাক্কার বাস্তব ছবি। আর এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: যাওয়া হল না কাজে, জাতীয় সড়কের উপর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ফরাক্কা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও একটি নামী বেসরকারি স্কুলের পাশের রাস্তায় এভাবেই নালায় পরিণত হয়েছে। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়েই কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার এই দুরাবস্থার জন্য সাধারণ নিত্যযাত্রীদের পাশাপাশি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও প্রবল সমস্যায় পড়ছে। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ।
রাস্তা মেরামতির জন্য প্রশাসনকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে এলাকার মানুষ জানিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ক্ষুব্ধ এলাকাবাসী এই রাস্তা সংস্কারের দাবি তুলেছে। দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়াতেই এই অবস্থা বলে এলাকার মানুষের অভিযোগ। রাস্তার পিচ উঠে গিয়ে গর্ত বেরিয়ে সে এক বিতিবিচ্ছিরিকার অবস্থা। দ্রুত সংস্কার না করলে বর্ষাকালে পরিস্থিতি আরও ঘোরোতর হয়ে উঠবে বলে আশঙ্কা। কিছু জায়গায় এলাকার মানুষ নিজেদের গ্যাঁটের পয়সা খরচ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাতে বিশেষ ফল হয়নি। একমাত্র প্রসাশন উদ্যোগ নিয়ে গোটা রাস্তার সংস্কারের কাজ করলে তবেই স্বস্তি ফিরবে মানুষের।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farakka, Murshidabad news