South 24 Parganas News: ‌যাওয়া হল না কাজে, জাতীয় সড়কের উপর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Last Updated:

হঠাৎই টাল সামলাতে না পেরে সাইকেল থেকে রাস্তার উপর পড়ে যান ওই ব্যক্তি। কিন্তু তাঁকে পড়ে থাকতে দেখেও লরিটি না থেমে যাদব মণ্ডলের শরীরের উপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

দক্ষিণ ২৪ পরগনা: সাইকেলে করে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর পৈলান বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম যাদব মণ্ডল, বাড়ি বিষ্ণুপুরের দক্ষিণ বাগি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতলার দিক থেকে সাইকেলে করে পৈলানের দিকে আসছিলেন যাদব মণ্ডল। একই দিক থেকে আসছিল একটি লরি। হঠাৎই টাল সামলাতে না পেরে সাইকেল থেকে রাস্তার উপর পড়ে যান ওই ব্যক্তি। কিন্তু তাঁকে পড়ে থাকতে দেখেও লরিটি না থেমে যাদব মণ্ডলের শরীরের উপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমতলার হাসপাতালে ছুটে আসেন মৃতের পরিজনরা। তাঁরা জানান, প্রতিদিন সকালে সাইকেলে করেই কাজে যেতেন যাদববাবু। পুলিশ তাঁদের ফোন করে বলেছিল, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যাদব মণ্ডল, দ্রুত হাসপাতালে আসুন। তাঁর পরিজনদের দাবি, হাসপাতালে পৌঁছে দেখেন যাদববাবু মারা গিয়েছেন।
advertisement
এদিকে বিষ্ণুপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি আটক করে। তবে লরির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে।
অর্পন মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ‌যাওয়া হল না কাজে, জাতীয় সড়কের উপর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement