স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। আহত দুই কিশোরকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর জাহিদ হাসান খান বলেন, ওই বাচ্চা দুজন নিজেদের মধ্যেই খেলা করছিল তখনি ঘটে বিস্ফোরণ। কীভাবে বোমা ওই স্থানে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ পুলিশের মানসিক স্বাস্থ্য চাঙ্গা করে তুলতে চালু হল 'লেটস ওপেন আপ'
advertisement
আগেই কি বোমা ওই স্থানে ছিল নাকি বাচ্চা দুটোই অন্য কোথা থেকে কুড়িয়ে ওই বোমা দুটিকে নিয়ে এসেছিল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। আহত কিশোরের মা পূজা ভূঁইয়া বলেন, তার ছেলে প্রতিদিনের মত কাজে বেরিয়ে ছিল।
আরও পড়ুনঃ এক লক্ষ টাকা ক্রাউডফান্ডিং করে পিয়ালীর অ্যাকাউন্টে পৌছে দিলেন বাম ছাত্র যুবরা
পুলিশ থেকে ফোন করে জানায় তাকে যে তার ছেলে বোমা বিস্ফোরণে আহত হয়েছে। খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসেন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। কীভাবে ওই বোমা ওই স্থানে এল? শুধু একটি বোমা ছিল ওখানে, নাকি আরো কিছু রয়েছে? এই সব নিয়ে রিষরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এসিপি শুভতোষ সরকারের নেতৃত্বে।
Rahi Haldar