TRENDING:

Hooghly News || রেললাইন পারাপার করতে গিয়ে বিকল হল গাড়ি, তারপর যা অবস্থা

Last Updated:

রেল লাইনের উপরে প্রায় ২ ঘণ্টা ধরে গাড়িটি দাঁড়িয়ে থাকার পর পুলিশ , রেল পুলিশ ও পুরসভার একত্রিত উদ্যোগে গাড়িটিকে সরিয়ে নিয়ে আসা হয় রেললাইন থেকে। বিকেল পাঁচটার পর স্বাভাবিক হয় রেল চলাচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: রিষড়া তিন নম্বর রেলগেট এর কাছে রেললাইন পারাপার করতে গিয়ে যান্ত্রিক গোলযোগের কারণে খারাপ হয়ে যায় একটি সিমেন্ট মিক্সিং-এর গাড়ি। রিষড়া স্টেশনের এক নম্বর ও দু নম্বর লাইনের উপরে বন্ধ হয় ওই গাড়িটি। যার ফলে ব্যাহত হয় রেল চলাচল। ঘণ্টা দুয়েক ওই অবস্থায় থাকার পর পুরসভার তৎপরতায় গাড়িটিকে সেখান থেকে সরানো হয়।
advertisement

আরও পড়ুন: প্রস্তাবক হলেন মোদি, নাড্ডা-শাহদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু

স্থানীয় সূত্রে খবর, দুপুর প্রায় তিনটে নাগাদ রিষড়া তিন নম্বর রেলগেট পারাপার করছিল কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত এই গাড়িটি। যান্ত্রিক গোলযোগের কারণে রেললাইনের ওপর এই থেমে যায় সেটি। ফলে ব্যাহত হয় হাওড়া বর্ধমান শাখার আপ ও ডাউনের রেল চলাচল। যার কারণে স্টেশন চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। রেল চলাচল বন্ধ থাকার জন্য সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা।

advertisement

এ বিষয়ে রিষড়া পৌরসভার কাউন্সিলর মনোজ গোস্বামী জানান, রিষড়া ২২ নম্বর ওয়ার্ডের একটি জলের ট্যাংক তৈরির কাজ চলছিল। সেই কারণেই ওই সিমেন্ট মিক্সার মেশিন দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই জায়গায়। হঠাৎই গাড়ির এক্সেল ভেঙে যাওয়ার জন্য গাড়িটি ব্রেক ডাউন হয়ে দাঁড়িয়ে যায় রেল লাইনের উপরে। যাত্রী দুর্ভোগ এর জন্য তিনি অত্যন্ত দুঃখিত। তবে এটি একটি অ্যাক্সিডেন্ট এবং তার শীঘ্রই প্রতিকার করার জন্য কাজ করছে পৌরসভা।

advertisement

রেল লাইনের উপরে প্রায় ২ ঘণ্টা ধরে গাড়িটি দাঁড়িয়ে থাকার পর পুলিশ , রেল পুলিশ ও পুরসভার একত্রিত উদ্যোগে গাড়িটিকে সরিয়ে নিয়ে আসা হয় রেললাইন থেকে। বিকেল পাঁচটার পর স্বাভাবিক হয় রেল চলাচল।

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News || রেললাইন পারাপার করতে গিয়ে বিকল হল গাড়ি, তারপর যা অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল