Draupadi Murmu files nomination: প্রস্তাবক হলেন মোদি, নাড্ডা-শাহদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় দ্রৌপদী মুর্মুর প্রথম প্রস্তাবক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#দিল্লি: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেঙ্কাইয়া নাইডু, অন্যদিকে রাজনাথ সিং, অমিত শাহরা৷ প্রধানমন্ত্রী সহ বিজেপি শীর্ষ নেতৃত্বকে পাশে বসিয়ে এ ভাবেই মনোনয়ন জমা দিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু৷ তবে শুধু বিজেপি নেতারাই নন, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন পর্বে সঙ্গে ছিলেন এনডিএ জোটে থাকা বিভিন্ন দলের নেতারাও৷
দ্রৌপদী মুর্মু যে আজই মনোনয়ন জমা দেবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ সেই মতো কেন্দ্রীয় মন্ত্রীদেরও আজ দিল্লিতে থাকার নির্দেশ দিয়েছিল বিজেপি৷
advertisement
এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় দ্রৌপদী মুর্মুর প্রথম প্রস্তাবক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্রোপদী মুর্মুর জন্য মনোনয়ন পত্রের চারটি সেট তৈরি করেছে বিজেপি নেতৃত্ব৷ প্রথম সেটে প্রস্তাবক হিসেবে প্রধানমন্ত্রী ছাড়াও সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন৷
advertisement
দ্বিতীয় সেটে প্রস্তাবক হয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই সেটে যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্বশর্মা ছাড়া বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে রয়েছেন।
তৃতীয় সেটে প্রস্তাবক হয়েছেন হিমাচল প্রদেশ এবং হরিয়ানার বিজেপি বিধায়করা৷ চতুর্থ সেটে প্রস্তাবক হয়েছন গুজরাতের বিধায়করা৷ ৬৪ বছর বয়সি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে আদিবাসী মহিলা হিসেবে প্রথম বার নজির তৈরি করবেন৷ এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2022 1:24 PM IST