আরও পড়ুন: চার দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায়
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। দেখেন রাস্তার উপর পড়ে আছেন ওই শিক্ষিকা। দ্রুত তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই টিংকু মালিকের মৃত্যু হয়। ওই শিক্ষিকার বাড়ি পুরশুাড়াতেই। প্রতিদিনের মতো এদিনও তিনি স্কুটি চালিয়ে রসুলপুর ভি কে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। ওই স্কুলেই শিক্ষকতা করতেন টিংকু মালিক।
advertisement
গোটা ঘটনায় শোকে ভেঙে পড়েছে ওই শিক্ষিকার পরিবার। তাঁরা পুলিশের থেকে খবর পান দুর্ঘটনা ঘটেছে। দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে ছুটে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিজনদের সামনেই প্রয়াত হন ওই শিক্ষিকা। এদিকে এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুরশুড়া থানার পুলিশ।
শুভজিৎ ঘোষ