এক দিকে যেমন মাইতি পাড়া থেকে ডানকুনি টোল প্লাজা পযন্ত জাতীয় সড়কে তীব্র যানজট অন্যদিকে দিল্লি রোডেও একই অবস্থা। যানজটে আটকে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, সবজির গাড়ি। আবার অনেকেই এয়ারপোর্টে ফ্লাইট ধরতে গিয়েও আটকে পড়েছেন যানজটে। সকলেই চাইছেন যান চলাচল দ্রুত স্বাভাবিক হোক। প্রশাসনের তরফ থেকে বিষয়টিকে গুরুত্বপূর্ণ নজর দিয়ে পুলিশি তাৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
আরও পড়ুন: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা
পুলিশ সূত্রের খবর, সাঁতরাগাছি ব্রিজের কাজের জন্য প্রতিদিন রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে l খড়গপুরের দিক থেকে গাড়িগুলি কলকাতায় প্রবেশ করতে মাইতি পাড়া থেকে দক্ষিণেশ্বরের রাস্তা ধরে কলকাতা প্রবেশ করতে চাইছে যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চন্দননগর কমিশনারেটের ট্রাফিক পুলিশের নির্দেশে বেশিরভাগ যানবাহনক নিবেদিতা ব্রীজ হয়ে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক নিত্যযাত্রী জানান, দীর্ঘ এক ঘণ্টা ধরে যানজটে আটকে পড়ে রয়েছেন তারা। দুপুর বেলা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু জায়গায় জায়গায় জ্যামে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। ব্রীজ মেরামতের খবর রাস্তায় বেরিয়ে তিনি পেয়েছেন। যানজট মাথায় করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।
রাহী হালদার