বরাবরের শান্তনুর বিশাল রিসর্ট যেখানে রয়েছে, সেখানে ছিল গ্রামের কিছু মানুষের বসতবাড়ি। অভিযোগ, তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সেই জায়গা থেকে তুলে দিয়েছিল শান্তনু। ভয়ে সেই সময়ে কেউ প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয় এক বাসিন্দা মালা দাস বলেন, তাঁদের বাড়ি ছিল যেখানে শান্তনুর নতুন রিসর্ট হয়েছে ঠিক তার পাশে। বহু বছর ধরে তাঁরা ওই জমিতে বসবাস করতেন। হঠাৎই একদিন শান্তনু তার দলবল নিয়ে এসে বাড়ির লোকেদের বলেন বাড়ি ছেড়ে চলে যেতে।
advertisement
অভিযোগ, মালা দাসের পরিবারের লোকেরা বাড়ি না ছাড়তে চাইলে, শান্তনু ঘনিষ্ঠ ছায়া সঙ্গী আকাশ এসে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যেতে না হলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে। ভয়েতে তাঁরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। নিজেদের বসতবাড়ি ছেড়ে টিনের চালের বাড়িতে এখন বসবাস করছেন তাঁরা।
আরও পড়ুন, আজও ভাসতে চলেছে কলকাতা ও রাজ্যের নানা অংশ, কত দিন চলবে দুর্যোগ, জানুন পূর্বাভাস
আরও পড়ুন, সাতসকালে এ কী কাণ্ড! স্টেশনের টিভিতে অ্যাডাল্ট ফিল্ম! টানা ৩ মিনিট চলল 'নীল ছবি'
মালা বলেন, "ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করতেন, যে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাঁরা গেছেন, যাঁদের জন্য তাঁদের পরিবার ভিটেমাটি ছাড়া, তাঁদের যেন ঠাকুর শাস্তি দেয়।" অবশেষে শান্তনুর গ্রেফতারিতে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামের মানুষরা।
Rahi Haldar





