Hooghly News: আদালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন হুগলির প্রবীণ আইনজীবী

Last Updated:

Hooghly News: আদালতে যাওয়ার দৈনন্দিন পথে নেমে এল চরম বিপর্যয়। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী বিকাশ রায় (৬৯)।

পথ দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর
পথ দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর
হুগলি: আদালতে যাওয়ার দৈনন্দিন পথে নেমে এল চরম বিপর্যয়। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী বিকাশ রায় (৬৯)। তাঁর আকস্মিক প্রয়াণে গোটা আরামবাগ শহর জুড়ে, বিশেষ করে আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন দেবনাথ হাসপাতালের কাছে, বাসুদেবপুর–বলুন্ডি রোডে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাক্টরের সঙ্গে বিকাশ রায়ের বাইকের সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও স্থানীয় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
মৃত আইনজীবী বিকাশ রায় আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হালদার পুকুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সরকারি আইনজীবী হিসেবে আরামবাগ আদালতে দায়িত্ব পালন করছিলেন। সততা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক আইনজীবী ঘটনাস্থলে ছুটে আসেন। উপস্থিত হন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দীও। সকলেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন।এই দুর্ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দারাও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইনজীবী বিকাশ রায়ের আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: আদালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন হুগলির প্রবীণ আইনজীবী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement