TRENDING:

Hooghly: জানেন কি? শেওড়াফুলির পতিতা পল্লীর মন্টু পাইলট বাস্তবে একজন শিক্ষক!

Last Updated:

সম্প্রতি বাংলার ওটিটি জগতে তুমুল আলোড়ন ফেলেছিল সৌরভ দাস দাস অভিনীত একটি ওয়েব সিরিজ । সিরিজের মূখ্য চরিত্র কলকাতার একটি পতিতা পল্লীতেই জন্ম গ্রহণ করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : সম্প্রতি বাংলার ওটিটি জগতে তুমুল আলোড়ন ফেলেছিল সৌরভ দাস দাস অভিনীত একটি ওয়েব সিরিজ । সিরিজের মূখ্য চরিত্র কলকাতার একটি পতিতা পল্লীতেই জন্ম গ্রহণ করেছিলেন। তার জীবন কাহিনী নিয়েই তৈরি হয় ওই ওয়েব সিরিজ টি। ঠিক তেমনি হুগলির এক পতিতা পল্লীতে জন্মগ্রহণ করা সঞ্জয় মাঝি কিন্তু তার জীবন যাপন সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা। সমাজের অন্ধকার জগতের মধ্যে আলোর কিরণ সঞ্জয় মাঝি। বর্তমান তিনি সমাজ গড়ার কারিগর। হুগলির শেওড়াফুলির পতিতা পল্লীতে বড় হয়ে ওঠেন সঞ্জয় মাঝি। ছোট থেকে বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। জীবন তার যত কঠিন পরীক্ষা নিয়েছে তিনি তত বারই লড়াই করেছেন সফল ভাবে। সমাজে একজন পতিতার সন্তান হলে প্রতিকূলতার মাপকাঠি টা কোন জায়গায় এসে দাঁড়ায় তা নিশ্চয়ই আপনারা সবাই আন্দাজ করতে পারছেন। তার ইচ্ছা ছিল তিনি নিজে শিক্ষিত হবেন এবং তাদের সমাজের নতুন প্রজন্মকে তিনি শিক্ষিত করে তুলবেন। যাতে জীবন সংগ্রামের শিক্ষার আলো বাধা হয়ে না দাঁড়ায়।
advertisement

২০০২ সালে শেওড়াফুলিতে যৌনকর্মীদের স্বাস্থ্য শিক্ষার মতন জরুরি বিষয়গুলির উপর সচেতন করতে সেখানে আসে এনজিও। আর তখন থেকেই হুগলির ওই পতিতা পল্লীর নবপ্রজন্মকে শিক্ষার আলোয় শিক্ষিত করার কাজ করে চলেন সঞ্জয় বাবু। সঞ্জয়বাবু নিউজ 18 কে সাক্ষাৎকারে জানান, তার পিতৃভূমি শেওড়াফুলির ওই পতিতাপল্লীই। বছর কুড়ি আগে পড়াশোনা শেষ করে তিনি যুক্ত হন দুর্বার সমিতির সাথে। ছোট থেকে তার মনের ইচ্ছা ছিল তাদের পল্লীর মানুষজনদের জন্য কাজ করা। তার স্বপ্ন সফল হয় দুর্বার সমিতি মারফত।

advertisement

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ করায় সমস্যায় পুজো উদ্যোক্তারা

তিনি জানান, তিনি নিজেও যৌনকর্মী জনগোষ্ঠীর একটি অংশ তার দিদিমা ঠাকুমারাও যৌনকর্মী ছিলেন। তিনি ছোট থেকে দেখেছিলেন সমাজের প্রতিটা পদক্ষেপে কীভাবে যৌনকর্মীর সন্তানরা পিছিয়ে পড়ে। শিক্ষার অভাবে তার ছোট থেকেই অনেক বন্ধুবান্ধব সমাজের কালো অংশের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি চাইতেন আগামী প্রজন্মকে যাতে শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। বিগত কুড়ি বছর ধরে একটি এন জি ও এর সঙ্গেই সেই কাজ করে চলেছেন তিনি।

advertisement

View More

আরও পড়ুনঃ ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোল! সাসপেন্ড করা হল মাঠ, প্রতিবাদে ক্লাব কর্তৃপক্ষের পোস্টার

প্রতিদিন বিকেল পাঁচটা বাজতে না বাজতেই বই খাতা হাতে ক্লাসরুমে পড়তে চলে আসে কচি কাচারা। তার কাছে পড়াশোনা শিখে অনেকেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বর্তমানে তার এক ছাত্রী ক্লাস এইটে পড়ছে। অংক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবই তিনি একাই পড়ান সমস্ত ছাত্র ছাত্রীদের। যৌনকর্মী জনগোষ্ঠীর মধ্যে থেকে উঠে আসা এই মানুষটি কিন্তু সিনেমার কাল্পনিক চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। শিক্ষক হলেন সমাজ করার কারিগর। আর সঞ্জয় বাবুর মতো মানুষ সেই কাজ নিষ্ঠা ভাবে করে চলেছেন।

advertisement

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: জানেন কি? শেওড়াফুলির পতিতা পল্লীর মন্টু পাইলট বাস্তবে একজন শিক্ষক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল