Hooghly: ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোল! সাসপেন্ড করা হল মাঠ, প্রতিবাদে ক্লাব কর্তৃপক্ষের পোস্টার

Last Updated:

১২ জুলাই শ্রীরামপুর সাব ডিভিশন সুপার লিগের ফুটবল ম্যাচকে ঘিরে গন্ডগোল। গন্ডগোলের জেরে সাসপেন্ড করা হয় শ্রীরামপুর স্পোটিং ক্লাবের মাঠকে। সাসপেন্ড করে শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন।

#হুগলি : ১২ জুলাই শ্রীরামপুর সাব ডিভিশন সুপার লিগের ফুটবল ম্যাচকে ঘিরে গন্ডগোল। গন্ডগোলের জেরে সাসপেন্ড করা হয় শ্রীরামপুর স্পোটিং ক্লাবের মাঠকে। সাসপেন্ড করে শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন। তারই প্রতিবাদে শনিবার অন্যান্য ক্লাব কর্তাদের পোস্টারিং এর মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেল শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের বাইরে। সাব ডিভিশনের খেলা ছিল শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব বনাম সৌরভ সংঘের। ফুটবল খেলায় রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে গন্ডোগোল শুরু হয়। মাঠে নেমে পরেন দুই পক্ষের কোচ কর্মকর্তা এবং দর্শকরা। বিশৃঙ্খলা শুরু হয় মাঠে। এর জেরে শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠে লিগের সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুর সাব-ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। এর প্রতিবাদে অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পোস্টার পড়ে আজ সকালে। বহু টাকা খরচ করে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ তৈরি করা হলে সংরক্ষণের অভাবে তা আজ প্রায় ব্যবহার অযোগ্য। তাই স্টেডিয়ামের পাশেই শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই লিগের সমস্ত খেলা হতো। সেই মাঠে খেলা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শ্রীরামপুরের অন্য ক্লাবগুলোকেও প্রতিবাদে সামিল হতে আহ্বান জানিয়েছে শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার শ্রীরামপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল সম্পাদক সুকান্ত মুখার্জি চিঠি দিয়ে জানিয়ে দেন লীগের সমস্ত খেলা শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব থেকে সরিয়ে নেওয়ার হয়েছে। ১২ তারিখের খেলায় গন্ডগোলের জন্য রেফারির রিপোর্ট অনুযায়ী শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং সৌরভ সংঘের কোচ কে ও সাসপেন্ড করা হয়েছে। আপাতত লিগের কোনো খেলা শ্রীরামপুর স্পোটিং ক্লাবের মাঠ পাবেনা। শ্রীরামপুর স্পোটিং ক্লাব কেও এরপরের খেলা খেলতে যেতে হবে সিঙ্গুরে।
advertisement
advertisement
আর এ নিয়ে শুরু হয় বিতর্ক। শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস এসোসিয়েশন এর মাঠ খেলার অনুপযোগী। যে মাঠে খেলা যায় সেই মাঠকে কেন সাসপেন্ড করা হবে এনিয়ে প্রশ্ন তোলে ক্লাব কর্তারা। আর এরপরেই সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্টারিং হয় ক্লাবের তরফে।হুগলি জেলা ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ জানান,সব জিনিসের একটা নিয়ম আছে প্রথমে শোকজ তারপর সাসপেন্ড করতে হয়।
advertisement
আরও পড়ুনঃ চায়ের দোকানে ফিরছে মাটির ভাঁড়! লক্ষ্মী লাভের আশায় কারিগররা
দেখতে হবে সেরকম কিছু হয়েছে নাকি নিয়মবহির্ভূত ভাবে করা হয়েছে। শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের ঐতিহ্য আছে।আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব। শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর ফুটবল সম্পাদক সুকান্ত মুখার্জি জানান, খেলায় পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে গন্ডোগোল হয়েছে।সেই খেলায় রেফারির রিপোর্ট দেখে আমরা ওদের মাঠে খেলা দিচ্ছি না। দুই ক্লাবের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোল! সাসপেন্ড করা হল মাঠ, প্রতিবাদে ক্লাব কর্তৃপক্ষের পোস্টার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement