Hooghly: চায়ের দোকানে ফিরছে মাটির ভাঁড়! লক্ষ্মী লাভের আশায় কারিগররা

Last Updated:

চায়ের সুখ মাটির ভাঁড়ে গরম চা ও মাটির ভাঁড়ের জুড়ি অনেকটাই উত্তম সুচিত্রার মতো। যেমন সিনেমার পর্দায় একসময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি একসঙ্গে না থাকলে বেমানান লাগতো।

+
title=

#হুগলি: চায়ের সুখ মাটির ভাঁড়ে গরম চা ও মাটির ভাঁড়ের জুড়ি অনেকটাই উত্তম সুচিত্রার মতো। যেমন সিনেমার পর্দায় একসময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি একসঙ্গে না থাকলে বেমানান লাগতো। ঠিক তেমনই গরম চা যদি মাটির ভাঁড়ে না হয় তাহলে চায়ের আমেজ টা সম্পূর্ণ হয় না। সমস্যা তৈরি হয় যখন বাজারে আসে প্লাস্টিকের কাপ। এক সময় বাজার ছেয়ে যায় এই প্লাস্টিকের কাপে। সস্তায় বিক্রি হওয়ার জন্য চা দোকানিরা এই কাপের ব্যবহার শুরু করেন। যার ফলে চায়ের দোকানে মাটির ভাঁড়ের জায়গা নেয় প্লাস্টিকের কাপ। যার প্রভাব এসে পড়ে মাটির ভাঁড় তৈরির কারিগরদের উপরেও। গত এক জুলাই থেকে সরকারি তরফে বন্ধ করা হয়েছে প্লাস্টিকের ব্যবহার। ফলে চায়ের দোকানগুলিতে ফের ফেরত আসতে শুরু করেছে মাটির ভাঁড়।
সেই সঙ্গে লক্ষী লাভের আশায় বুক বাঁধছেন ভাঁড় তৈরির কারিগররা। শেওড়াফুলির এক ভাঁড় তৈরির কারিগর জানান, তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে ভাঁড় তৈরি করেন বেশ কিছু বছর ধরে তাদের ব্যবসা অথই জলে পড়েছিল। কিন্তু ইদানিং একটু চাহিদা বেড়েছে।
advertisement
advertisement
তাদের আশা আগামী দিনে পুরোপুরি যদি প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ হয় তাহলে হয়তো কিছুটা লাভের মুখ দেখতে পাবেন তারা। হুগলির এক চা দোকানি জানান, খরিদ্দাররা এসে মাটির ভাঁড়ই প্রথমে খোঁজেন। তাই তার দোকানে মাটির ভাঁড় ই চলে। খরিদ্দারদের দাবি ভড়ের চা নাকি বেশি সুস্বাদু হয়।
আরও পড়ুনঃ আবার আতঙ্ক! জেলার উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস, আক্রান্ত ১৫
ভাঁড়ের মূল্য একটি বেশি পড়লেও সেটি পুষিয়ে যায় তাদের বিক্রির উপর। চা খেতে আসা স্থানীয় বাসিন্দা বলেন, তার চায়ের নেশা রয়েছে। কিন্তু তারপরেও যদি কোন দোকানে ভাঁড় না থাকে তাহলে তিনি সেখান থেকে চা খান না। ইদানিং চায়ের দোকানগুলিতে ভাঁড়ের চাহিদা বাড়ায় লক্ষী লাভের আশায় রয়েছেন কারিগররা।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: চায়ের দোকানে ফিরছে মাটির ভাঁড়! লক্ষ্মী লাভের আশায় কারিগররা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement