TRENDING:

Hooghly News: বেহালার দুর্ঘটনা খুলে দিয়েছে চোখ

Last Updated:

বেহালার পথ দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর পর টনক নড়েছে সকলের। এবার হুগলির কোন্নগরের স্কুলের সামনে বসল ট্রাফিক গার্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রাণের ঝুঁকি নিয়েই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাতায়াত করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া সকলেই। এর‌ই মধ্যে শুক্রবার সকালে কলকাতার বেহালার ভয়াবহ দুর্ঘটনা নতুন করে চোখ খুলে দিয়েছে সবার। তা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। ব্যস্ততম জি টি রোডের পাশের স্কুলগুলির সামনে বসল পুলিশি নিরাপত্তা। তবে কতদিন থাকবে সেই নিরাপত্তা? তা নিয়েই প্রশ্ন তুলছেন শিক্ষক থেকে অভিভাবক সকলেই।
advertisement

আরও পড়ুন: কৃষকরা বাংলা শস্য বিমা কেন করবেন? কারণগুলো জানুন

হুগলির কোন্নগরের হিন্দু বালিকা বিদ্যালয়। স্কুলের পঞ্চম থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন দুটো আলাদা বিল্ডিংয়ে হয়। দুটি বিল্ডিং আবার পাশাপাশি নয়, সেগুলি ব্যস্ততম জি টি রোডের দুই প্রান্তে অবস্থিত। ফলত ক্লাস করা থেকে শুরু করে স্কুলের একাধিক কাজকর্ম করার জন্য ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা সকলকেই প্রতিনিয়ত পারা হতে হয় জি টি রোড। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই এইভাবে স্কুল চলছে। কিন্তু বেহালার বড়িশা হাই স্কুলের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের।

advertisement

স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, ২০১৭ সালে ক্লাস নিতে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পাপিয়া নন্দী নামে স্কুলেরই এক শিক্ষিকা। ওই দুর্ঘটনার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। হাতে ক্র্যাচ নিয়ে হাঁটতে হয়। তারপরেও সমস্যার সমাধানে কোনরকম পদক্ষেপ করা হয়নি।

View More

সেই আহত শিক্ষিকা পাপিয়া নন্দী বলেন, প্রশাসনের কাছে আবেদন শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রী সকলেরই নিরাপত্তার দিকে নজর দিক। আগে তাও এক জন মহিলা পুলিশ কর্মী থাকতেন তবে তা কোনদিন‌ই স্থায়ী হয়নি। এর ফলে রাস্তা পারাপার করতে গিয়ে পড়ুয়া বা শিক্ষক যে কেউ আবার বিপদে পড়তে পারেন বলে তাঁর আশঙ্কা।

advertisement

শুক্রবারের বড়িশা হাইস্কুলের ঘটনার পর চন্দননগর কমিশনারেটের তরফ থেকে গার্ডরেল এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে কোন্নগরের হিন্দু বালিকা বিদ্যালয়ের সামনে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেহালার দুর্ঘটনা খুলে দিয়েছে চোখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল