হুগলির পুড়শুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের পঞ্চানন্দতলা থেকে বেশেরঘাট পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা পথ। খোয়া পর্যন্ত উঠে গেছে। বলতে গেলে গোটাটাই যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। এলাকার মানুষ ঠিক করে আর যাতায়াত করতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। কেলেপাড়া পঞ্চায়েতকে বারবার এই রাস্তা সরানোর কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি বলে এলাকার মানুষের অভিযোগ।
advertisement
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?
বাস চালকরাও জানিয়েছেন, এই বেহাল রাস্তা দিয়ে তাঁরাও আর গাড়ি নিয়ে যেতে চান না। খারাপ রাস্তার কারণে বাসের ক্ষতি হচ্ছে। তার উপর অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ির ব্রেক চাপলেও কাজ হয় না অনেক সময়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্য দ্রুত এই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এলাকার মানুষ আর আশ্বাসবাণী চান না। তাঁদের একটাই দাবি, এবার দ্রুত রাস্তা সারাই করা হোক।
শুভজিৎ ঘোষ