TRENDING:

Hooghly News: বাসের ব্রেক‌ও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ

Last Updated:

কেলেপাড়া পঞ্চায়েতের পঞ্চানন্দতলা থেকে বেশেরঘাট পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা পথ। খোয়া পর্যন্ত উঠে গেছে। বলতে গেলে গোটাটাই ‌যাতায়াতের অ‌যোগ্য হয়ে উঠেছে। এলাকার মানুষ ঠিক করে আর যাতায়াত করতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। তার তাতেই ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রায় দু'কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা হলেও স্থানীয় প্রশাসনের হুঁশ নেই। সামনেই বর্ষা আসছে, দ্রুত এই রাস্তা মেরামত না করলে চলাফেরা করাই অসম্ভব হয়ে উঠবে।
advertisement

হুগলির পুড়শুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের পঞ্চানন্দতলা থেকে বেশেরঘাট পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা পথ। খোয়া পর্যন্ত উঠে গেছে। বলতে গেলে গোটাটাই ‌যাতায়াতের অ‌যোগ্য হয়ে উঠেছে। এলাকার মানুষ ঠিক করে আর যাতায়াত করতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। কেলেপাড়া পঞ্চায়েতকে বারবার এই রাস্তা সরানোর কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি বলে এলাকার মানুষের অভিযোগ।

advertisement

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?

বাস চালকরাও জানিয়েছেন, এই বেহাল রাস্তা দিয়ে তাঁরাও আর গাড়ি নিয়ে যেতে চান না। খারাপ রাস্তার কারণে বাসের ক্ষতি হচ্ছে। তার উপর অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ির ব্রেক চাপলেও কাজ হয় না অনেক সময়।

advertisement

View More

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্য দ্রুত এই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এলাকার মানুষ আর আশ্বাসবাণী চান না। তাঁদের একটাই দাবি, এবার দ্রুত রাস্তা সারাই করা হোক।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাসের ব্রেক‌ও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল