শনিবার বেলায় হুগলির গোঘাটের খাটুল এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আরামবাগ-বাঁকুড়া রোড অবরোধ করে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাতে থাকেন। এলাকাবাসীর দাবি, বার বার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হওয়ার কথা বললেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় রাস্তায় স্পিডব্রেকার তৈরি করলে তবেই পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁদের দাবি। এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ আরামবাগ-বাঁকুড়া রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: রেশন দোকানে ছিনতাই, আটার বস্তা নিয়ে পালাল হাতি!
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী বা যে কোনও প্রয়োজনে রাস্তায় বেরোলেই মানুষকে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। তাঁরা জানিয়েছেন, দ্রুত পথ নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। শেষপর্যন্ত গোঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
শুভজিৎ ঘোষ