স্থানীয় সূত্রে খবর,নির্যাতিতা মহিলা হাওড়ার বালির বাসিন্দা। বছর বত্রিশের ওই মহিলার বিবাহবিচ্ছিন্না। মহিলার দুই সন্তান কে নিয়ে থাকতেন উত্তরপাড়ার একটি আবাসনে। তার একাকীত্বের জীবনের মধ্যে উদয় হয় মানস। সোশ্যাল মিডিয়া মারফত আলাপ হয় বাঁকুড়ার ঘটকপাড়ার যুবক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়। দুজনের বিয়ে করবেন ঠিক করেন। অভিযুক্ত যুবক মানস মাঝে মধ্যে আসতেন ফ্ল্যাটে ।
advertisement
আরও পড়ুন: খোদ বাবা বিক্রি করে দিচ্ছিল নিজের শিশুকে, এরপর তাঁর স্ত্রী যা করলেন
মহিলার অভিযোগ, বিয়ের জন্য জোর দিতে শুরু করলেই অদ্ভুত আচরন শুরু করেন তার প্রেমিক।কয়েকবার জোর করে তার গর্ভপাত করানো হয়।গত ৪ ঠা মে সকালে মানসের পরিবার উত্তরপাড়ায় আসেন। সেদিন তাকে অকথ্য ভাষায় আক্রমন এমনকি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। দুজনের সম্পর্কের ইতি হয় সেদিনই। এর পর মহিলা উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি।
আরও পড়ুন : সীমান্তে বেপরোয়া লরির মুখোমুখি বাইক, প্রশাসনকে কড়া হওয়ার অনুরোধ
পরে ২০ মে শ্রীরামপুর ডিসির সাহায্যে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। মানস ছাড়াও তার গোটা পরিবারের বিরুদ্ধে অভিযোগ হয়। বুধবার বাঁকুড়া থেকে অভিযুক্ত মানস বন্দ্যোপাধ্যায় ও তার দাদা তাপস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।
রাহী হালদার






