Crime News: খোদ বাবা বিক্রি করে দিচ্ছিল নিজের শিশুকে, এরপর তাঁর স্ত্রী যা করলেন
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Crime News: শিশু বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ শিশুর মায়ের
হাওড়া: নিজের শিশু সন্তান বিক্রির অপরাধে পুলিশের হাতে গ্রেফতার বাবা। বাউড়িয়া চককাশিতে বাচ্চা বিক্রির অভিযোগ ওঠে তারই বাবার বিরুদ্ধে। এই মর্মে ওই শিশুর মা গত ২৩ মে বাউড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনার,লিখিত অভিযোগের ভিত্তিতে বাউড়িয়া থানার পুলিশ সেই রাত্রেই ওই শিশুর বাবাকে গ্রেফতার করে। এই ঘটনায় এক ডাক্তারের নাম উঠে আসে। শিশুটির বাবার গ্রেফতারের পরই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চককাশির ওই ডাক্তারকেও গ্রেফতার করে বাউড়িয়া থানার পুলিশ। ওই ঘটনাকে ঘিরে রীতিমতো হুলস্থূল হয়ে পড়ে এলাকায়।
আরও দেখুন
advertisement
advertisement
এদিকে ধৃতদের গত ২৪ মে পুলিশের পক্ষ থেকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাদের প্রথমে সাত দিন ও পরে আরও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর তার পরেই পুলিশি জেরায় ধৃতরা নিজেদের দোষ স্বীকার করে বলে সূত্রের খবর, এদিকে ঘটনায় জড়িত থাকার কারণে পুলিশ এ পর্যন্ত মোট সাত জনকে আটক করে বউরিয়া থানার পুলিশ।
advertisement
এই ঘটনায় বিক্রি হয়ে যাওয়া ওই শিশুটিও উদ্ধার হয়। বাউড়িয়া থানার তদন্তকরি অফিসারদের তৎপরতায়। এদিকে ধৃতদের শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুনরায় উলুবেড়িয়া আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয় বাউড়িয়া থানার পক্ষ থেকে।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 02, 2023 7:02 PM IST







