TRENDING:

Hooghly News: লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বাসে! আহত বহু যাত্রী, আশঙ্কাজনক ২

Last Updated:

এদিন সকালে বাসটি দ্রুতগতিতে আরামবাগের দিকে আসছিল। অনেকক্ষণ ধরেই লরিটিকে ওভারটেকের চেষ্টা করছিলেন বাসচালক। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছেনা বাস চালকদের। তারপরে মাঝেমধ্যেই ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার সকালে লরিকে ওভারটেক করতে গিয়ে আরামবাগে ঘটল মারাত্মক বাস দুর্ঘটনা। বর্ধমান থেকে আরামবাগগামী একটি যাত্রীবাহী বাসের চালক লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা মারে। তাতে আহত হন বাসের যাত্রীরা। এর মধ্যে জানলার ধারে বসে থাকা ছয় যাত্রীর আঘাত গুরুতর। তার মধ্যে আবার দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement

আরও পড়ুন: ভোরবেলার আগুনে পুড়ে খাক কাপড়, জুতো, সোনার দোকান!

বর্ধমান-আরামবাগ রুটে বাস দুর্ঘটনা নতুন নয়। দুর্ঘটনার ঠেকাতে তৎপর হয়েছে প্রশাসন‌ও। কিন্তু হেলদোল নেই চালকদের একাংশের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে বাসটি দ্রুতগতিতে আরামবাগের দিকে আসছিল। অনেকক্ষণ ধরেই লরিটিকে ওভারটেকের চেষ্টা করছিলেন বাসচালক। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা মারে। বিকট শব্দ শুনতে পাওয়া যায় বেশ কিছুটা দূর থেকেও। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ। তাঁরাই আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। খবর দেওয়া হয় আরামবাগ থানায়।

advertisement

View More

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসের ৬ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও চারজনের অবস্থা স্থিতিশীল। তবে দুই যাত্রীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ‌যাত্রীদের ‌প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বাসে! আহত বহু যাত্রী, আশঙ্কাজনক ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল