আরও পড়ুন: ভোরবেলার আগুনে পুড়ে খাক কাপড়, জুতো, সোনার দোকান!
বর্ধমান-আরামবাগ রুটে বাস দুর্ঘটনা নতুন নয়। দুর্ঘটনার ঠেকাতে তৎপর হয়েছে প্রশাসনও। কিন্তু হেলদোল নেই চালকদের একাংশের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে বাসটি দ্রুতগতিতে আরামবাগের দিকে আসছিল। অনেকক্ষণ ধরেই লরিটিকে ওভারটেকের চেষ্টা করছিলেন বাসচালক। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা মারে। বিকট শব্দ শুনতে পাওয়া যায় বেশ কিছুটা দূর থেকেও। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ। তাঁরাই আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। খবর দেওয়া হয় আরামবাগ থানায়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসের ৬ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও চারজনের অবস্থা স্থিতিশীল। তবে দুই যাত্রীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে।
শুভজিৎ ঘোষ