TRENDING:

Hooghly News: পুলিশ ফাঁড়ির সামনে ডাম্পারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Last Updated:

শনিবার সকাল ৯ টা নাগাদ পুষ্পা সাঁতরা দিল্লি রোডের উপর অবস্থিত পুলিশ চেকপোস্টের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে একটি ডাম্পার ছুটে এসে তাঁকে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: শনিবার সাতসকালে ডাম্পারের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। শ্রীরামপুর দিল্লি রোডের উপর অবস্থিত পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুষ্পা সাঁতরা (৬০) নামে ওই বৃদ্ধাকে এক ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement

আরও পড়ুন: বর্ষার আগে ভাঙা সেতু নিয়ে আতঙ্ক

স্থানীয় সূত্রে খবর, কাজে যাওয়ার জন্য শনিবার সকাল ন'টা নাগাদ ওই বৃদ্ধা দিল্লি রোডের উপর অবস্থিত পুলিশ চেকপোস্টের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে একটি ডাম্পার ছুটে এসে তাঁকে ধাক্কা মারে। এরপরই উত্তেজিত জনতা পথ অবরোধ করে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ফলে ব্যাপক যানজট হয় দিল্লি রোডে। এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে ছুটে আসে শ্রীরামপুর থানার পুলিশ।

advertisement

View More

শেষ পর্যন্ত পুলিশের থেকে উপযুক্ত তদন্তের আশ্বাস পেয়ে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। যদিও ওই এলাকায় এখনও চাপা উত্তেজনা আছে। এদিকে ঘাতক ডাম্পার ও তার চালককে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পুলিশ ফাঁড়ির সামনে ডাম্পারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল