বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য মিটার বসানোর জায়গাও প্রস্তুত করে। কিন্তু যে জমির উপর দিয়ে তার আসবে সেই জমি নিয়ে দুই পরিবারের বিবাদ থাকায় এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি বাড়িগুলোতে। তাই গরমে কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে গয়লা পাড়ার পরিবার গুলো। ছেলে মেয়েদের পড়াশুনা চলছে কেরোসিন বা মোমবাতির আলোয়।
আরও পড়ুনঃ ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ পান্ডুয়ার গ্রামবাসীরা
advertisement
পাখা নেই তাই দিনের গরম থেকে বাঁচতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আম বাগানই এখন তাদের ভরসা। স্থানীয় পঞ্চায়েত সদস্য নিমাই সরকার জানান, জায়গার সমস্যা থাকায় এতদিন বিদ্যুৎ পৌঁছয়নি। বিদ্যুতের অভাবে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। রাস্তা নিয়ে দুই পরিবারের বিবাদ রয়েছে তার জেরেই সব গন্ডগোল।
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ করায় সমস্যায় পুজো উদ্যোক্তারা
বিদ্যুৎ দফতর সুত্রের খবর, জায়গা জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। তবে বিদ্যুৎ দিতে কোনও সমস্যা হবে না। বিদ্যুৎ দপ্তরও চায় যাতে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। দফতরে এই বিষয়ে আলোচনাও হয়েছে। শীঘ্রই দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও দফতর সূত্রে খবর।
Rahi Haldar