TRENDING:

Hooghly: জমিজটে বিদ্যুৎ নেই! মোমবাতির আলোই ভরসা ওদের রাতের অন্ধকার দূর করতে

Last Updated:

বাড়ির ওপর দিয়ে গেছে হাই টেনশন বিদ্যুৎএর তার। কিন্ত তারপরেও বিদ্যুৎ নেই বিগত ১২ বছর ধরে। মোমবাতি হারিকেনের আলোতে চলে পড়ুয়াদের পড়াশোনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : বাড়ির ওপর দিয়ে গেছে হাই টেনশন বিদ্যুৎএর তার। কিন্ত তারপরেও বিদ্যুৎ নেই বিগত ১২ বছর ধরে। মোমবাতি হারিকেনের আলোতে চলে পড়ুয়াদের পড়াশোনা। দিনের বেলায় গরম থেকে বাঁচতে গ্রামের লোকেরা গাছ তলায় বসে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বাকি সমস্ত কাজ করেন। বহু চেষ্টাতেও বিদ্যুৎ পৌঁছায়নি পান্ডুয়ার বেরেলা কয়লা পুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর দশেক আগে পান্ডুয়ার বেড়েলা কোচমালি গ্রাম পঞ্চায়েতের গয়লা পুকুর পাড়ায় জমি কিনে বাড়ি করে ১৬ টি পরিবার। সে সময় যার মাধ্যমে জমি কিনেছিল পরিবার গুলো, সে জানিয়েছিল জল বিদ্যুৎ এর কোনও অসুবিধা হবে না। কিন্তু বাস্তবে দেখা যায় বিদ্যুৎ সংযোগ নিতে গেলে একটি ট্রান্সফরমার বসানোর প্রয়োজন এবং যে জমির উপর দিয়ে বিদ্যুৎ এর তার আসবে তা অন্যের জমি। পরিবার গুলো নিজেদের মধ্যে ট্রান্সফরমার কেনার টাকার ব্যবস্থা করে ফেলে।
advertisement

বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য মিটার বসানোর জায়গাও প্রস্তুত করে। কিন্তু যে জমির উপর দিয়ে তার আসবে সেই জমি নিয়ে দুই পরিবারের বিবাদ থাকায় এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি বাড়িগুলোতে। তাই গরমে কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে গয়লা পাড়ার পরিবার গুলো। ছেলে মেয়েদের পড়াশুনা চলছে কেরোসিন বা মোমবাতির আলোয়।

আরও পড়ুনঃ ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ পান্ডুয়ার গ্রামবাসীরা

advertisement

পাখা নেই তাই দিনের গরম থেকে বাঁচতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আম বাগানই এখন তাদের ভরসা। স্থানীয় পঞ্চায়েত সদস্য নিমাই সরকার জানান, জায়গার সমস্যা থাকায় এতদিন বিদ্যুৎ পৌঁছয়নি। বিদ্যুতের অভাবে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। রাস্তা নিয়ে দুই পরিবারের বিবাদ রয়েছে তার জেরেই সব গন্ডগোল।

View More

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ করায় সমস্যায় পুজো উদ্যোক্তারা

advertisement

বিদ্যুৎ দফতর সুত্রের খবর, জায়গা জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। তবে বিদ্যুৎ দিতে কোনও সমস্যা হবে না। বিদ্যুৎ দপ্তরও চায় যাতে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। দফতরে এই বিষয়ে আলোচনাও হয়েছে। শীঘ্রই দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও দফতর সূত্রে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: জমিজটে বিদ্যুৎ নেই! মোমবাতির আলোই ভরসা ওদের রাতের অন্ধকার দূর করতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল